শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিশ্চিতভাবে এটাই আমার শেষ বিশ্বকাপ: মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৩০ মে অনুষ্ঠিত বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগাররা। আজ সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবারের বিশ্বকাপই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলেও জানালেন তিনি। তাই বলে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না এই দলপতি। তবে, মাঠে নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। তার মতে, এবারের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলাটা অসম্ভবন কিছু না।

মাশরাফি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। বিশ্বকাপে আমার ব্যক্তিগত চাওয়া নাই। চেষ্টা করব ভালো করার। ভালো কিছু করতে পারলে সবাই খুশি হবে। অতিরিক্ত কোনো চাপ নিচ্ছি না। শেষ বিশ্বকাপ খেলছি, লক্ষ্য থাকবে ভালো কিছু করে আসা। কষ্ট করতে হবে। বিশ্বকাপ জিতে আসতে হবে এমন চাপ নাই। কিন্তু আমরা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। আপনারা যদি দেখেন, বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষক যারা তারা কিন্তু আমাদের ফেভারিট বলে না। কিন্তু যদি অসাধারণ কিছু করতে পারি তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। অতীতে যেটা হয়েছে।’

বিশ্বকাপের সময় খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম পরিহার করার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, ‘সোশ্যাল মিডিয়া খেলার ক্ষেত্রে কিছু দিবে না। বিশ্বকাপের সময় সবার উচিৎ হবে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা। এসময় সবাইকে মনোযোগ দিতে হবে বিশ্বকাপের উপর। সোশ্যাল মিডিয়া কখনোই আমাকে প্রভাবিত করে না।’

মাশরাফি বলেন, ‘পেস বোলাররা ভালো করলে জয়ের সম্ভাবনা বেশি থাকবে। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব ভালো করতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। কিন্তু পেস বোলিং অতোটা ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষেও ভালো হয়নি।’

অধিনায়ক বলেন, ‘উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বোলাররাও ৩৫০ রান দিচ্ছে। পরে আবার চেজও করছে। ওয়ানডে ক্রিকেটে পেস মেটার না। ভ্যারিয়েশন মেটার করে। দলে এক্সপার্ট আমাদের নাই। যেমন লেগস্পিনার নেই। তবে, সাকিব ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। মিরাজ আছে। মোস্তাফিজ, রুবেল, সাইফউদ্দিনরা ভালো করছে। আমি বলব, ইউনিট হিসাবে আমরা ভালো। আমাদের অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানি। সেভাবে আমাদের খেলতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়