আরিফুর রহমান, মাদারীপুর : জেলার সদর উপজেলার পাঁচখোল ইউনিয়নের জাজিরা গ্রামে চাঁদনী আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে চাঁদনীর স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে।
জানা গেছে, বছর খানেক আগে পাঁচখোলা গ্রামের আবুল হাওলাদারের মেয়ে চাঁদনীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জাজিরা গ্রামের বাবুল ফকিরের ছেলে রিয়াদের।
নিহত চাঁদনীর বাবা বলেন, সকালে শুনি, আমার মেয়েকে মেরে ওর স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে।
পাঁচখোলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য দুলুফা বেগম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের নীচের অংশের জমাট বাধা রক্তের দাগ দেখা গেছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।