রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে অজ্ঞাতনামা এক তরুণীর (২৪) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও নাগরনন্দী এলাকার একটি বাগান বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ওসি ইউনুছ আলী জানান, পুলিশ অর্ধনগ্ন অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরনে কালো রংয়ের বোরকা ও হলুদ প্রিন্টের সেলোয়ার কমিজ রয়েছে। ধর্ষিত হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।