শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকার পরিস্থিতি নজরে রেখে আগাম সতর্ক হতে হবে আমাদের, বললেন ইশফাক ইলাহী

মঈন মোশাররফ : নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী শুক্রবার ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে। ওখানে যদি কোনোভাবে ধর্মীয় সংঘাত, বিশেষ করে মুসলামানদের ওপর প্রতিশোধমূলক হামলা হয় তাহলে তার প্রতিক্রিয়া বাংলাদেশে পড়তে পারে। সেই প্রতিক্রিয়া যাতে না হয় তার জন্য আগাম আরো সতর্ক হতে হবে আমাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছেন। আমার মনে হয় আইন-শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সতর্ক। তবে বাইরে থেকে জঙ্গিরা যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেটা কঠোর নজরদারিতে রাখতে হবে।

তিনি জানান, বাংলাদেশ থেকে যারা সিরিয়া গেছে তাদের সবাই হয়ত বেচে নেই। কিন্তু যারা আছে তারা প্রবেশের চেষ্টা করতে পারে। তারা ছাড়াও বাইরের জঙ্গিরাও আসতে পারে। এজন্য এয়ারপোর্ট, বর্ডারে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হবে। বাংলাদেশ থেকে যারা গেছে তাদের পক্ষে হয়তো এখন পাসপোর্ট করা কঠিন হবে। তাই তারা বিকল্প কোনো উপায়ে ঢুকতে চাইতে পারে। তাই স্থল সীমান্তে ও কড়া নজরদারি রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়