শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লবীতে বাস চাপায় পথচারীর মৃত্যু, ৬ মাস পর ঘাতক চালক গ্রেফতার

সুজন কৈরী: রাজধানীর পল্লবীতে বাস চাপায় আতাউল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পলাতক বাস চালক মো. জসিমকে ৬ মাস পর গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে রাজধানীল মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে পিবিআইয়ের ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পিবিআই জানায়, গত বছরের ১২ অক্টোবর সন্ধ্যায় পল্লবীর সাড়ে এগারো বাসস্ট্যান্ডে ন্যাশনাল লাইব্রেরী এন্ড স্টেশনারী নামক দোকানের সামনে রাস্তা পারাপারের সময় মিরপুর-১০ নম্বর থেকে ১২ নম্বরগামী অছিম পরিবহনের একটি মিনি বাস (ঢাকা মেট্রো ব-১১-৮৬৫৩) বেপরোয়া গতিতে চালিয়ে আতাউল ইসলাম নামের একজনকে সাজোরে ধাক্কা দেয়। এতে আতাউল ইসলাম রাস্তার উপর পড়ে মাথা, বুক ও নাম-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে আসলে ঘাতক বাসের চালক জসিম বাসটি ফেলে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের শ্যালক মো. শামিম পল্লবী থানায় চালককে অভিযুক্ত করে ১৩ অক্টোবর মামলা করেন। মামলাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করে ঘাতক বাসটি জব্দ করলেও এর চালককে গ্রেফতার/সনাক্ত করা সম্ভব না হওয়ায় চূড়ান্ত রিপোর্ট চলতি বছরের ১৩মার্চ আদালতে দাখিল করেন। ব্যাপকভাবে তদন্ত করলে ঘাতক বাস চালককে আটক করা সম্ভব হবে উল্লেখ করে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশে পিবিআইয়ের ঢাকা মেট্রোর (উত্তর) এসআই মো. ইদ্রিস আলী মামলাটির তদন্তভার গ্রহণ করে। পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের তত্ত¡াবধান ও দিক-নির্দেশনায় এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্তে¡ একটি দল বুধবার রাত সাড়ে ১০টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে অভিযান চালিয়ে পলাতক ঘাতক বাস চালক জসিমকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়