মো. আল-আমিন : বগুড়ায় সিএনজি সিএনজি চালিত অটো ট্যাক্সি চালকের হাতে এক গৃহবধু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ এপ্রিল দুপুরে ধর্ষিতা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার জন্য সিএনজিতে ওঠে। তখন সিএনজি চালক নাজমুল জোর করে তার কথিত ভাবির বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে রাত পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। ওই ঘটায় মামলা দিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানায় ধর্না দিলেও মামলা নেয়নি বগুড়া সদর থানা পুলিশ। -ভয়েস অফ আমেরিকা
এ বিষয়ে ধর্ষিতার স্বামী আলামিন বলেন, সকাল সাড়ে নয়টা থেকে থানায় পড়ে আছি পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। আমি গরীব মানুষ ভ্যান চালাই বলে আমার সাথে পুলিশ খারাপ ব্যবহার করেছে। মামলা নিচ্ছে না। বেলা তিনটার দিকে শেষ পর্যন্ত মামলার ড্রাফট করা হলেও মামলাটি এন্ট্রি হয়নি।
পুলিশ বলেছে রাতে হবে জানিয়ে আলামিন আরো বলেন, আমার কষ্টের জমানো ২ হাজার টাকা পুলিশ সদস্য নির্মলকে দিতে চাইছিলাম, কম বলে নেয়নি, বলেছে আরো টাকা লাগবে।
একজন অপরিচিত সিএনজি চালক এভাবে ধর্ষণ করতে পারে না উল্লেখ করে বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান ভয়েস অফ আমেরিকাকে বলেন, সমস্যা আছে। জিজ্ঞাসাবাদ করতে হবে আগে। এমন ঘটনা ঘটতেই পারে না উল্লেখ করে তিনি উল্টো বলেন ওই মেয়ের সমস্যা আছে। পরে কয়েকজন সাংবাদিক ওসির সাথে কথা বললে মামলা নেয়া হবে বলে জানান।