শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় অটো ট্যাক্সি চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা নিতে ওসির গড়িমসি

মো. আল-আমিন : বগুড়ায় সিএনজি সিএনজি চালিত অটো ট্যাক্সি চালকের হাতে এক গৃহবধু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ এপ্রিল দুপুরে ধর্ষিতা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার জন্য সিএনজিতে ওঠে। তখন সিএনজি চালক নাজমুল জোর করে তার কথিত ভাবির বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে রাত পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। ওই ঘটায় মামলা দিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানায় ধর্না দিলেও মামলা নেয়নি বগুড়া সদর থানা পুলিশ। -ভয়েস অফ আমেরিকা

এ বিষয়ে ধর্ষিতার স্বামী আলামিন বলেন, সকাল সাড়ে নয়টা থেকে থানায় পড়ে আছি পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। আমি গরীব মানুষ ভ্যান চালাই বলে আমার সাথে পুলিশ খারাপ ব্যবহার করেছে। মামলা নিচ্ছে না। বেলা তিনটার দিকে শেষ পর্যন্ত মামলার ড্রাফট করা হলেও মামলাটি এন্ট্রি হয়নি।

পুলিশ বলেছে রাতে হবে জানিয়ে আলামিন আরো বলেন, আমার কষ্টের জমানো ২ হাজার টাকা পুলিশ সদস্য নির্মলকে দিতে চাইছিলাম, কম বলে নেয়নি, বলেছে আরো টাকা লাগবে।
একজন অপরিচিত সিএনজি চালক এভাবে ধর্ষণ করতে পারে না উল্লেখ করে বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান ভয়েস অফ আমেরিকাকে বলেন, সমস্যা আছে। জিজ্ঞাসাবাদ করতে হবে আগে। এমন ঘটনা ঘটতেই পারে না উল্লেখ করে তিনি উল্টো বলেন ওই মেয়ের সমস্যা আছে। পরে কয়েকজন সাংবাদিক ওসির সাথে কথা বললে মামলা নেয়া হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়