শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালো লাগে না ভালো লাগে না মা জামিন করা’

মহিব আল হাসান : স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় ৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম। জামিনে বের হয়েই নিজের হাজতে বাস করার অভিজ্ঞতা বিষয় জানান তিনি।

জেলখানাতে বসে হিরো আলম দুটি গান লিখেন। গান দুটির মধ্যে একটি হিরো আলম তার নিজের উপর লিখেন ও আরেকটি সেখানকার বন্দী কয়েদিদের উপর লিখেন।

‘বগুড়ার জেলে বন্দী ছেলে, আমার ভালো লাগে না’ ও ‘ভালো লাগে না ভালো লাগে না মা জামিন করা’ শিরোনামের গান দুটি লেখেন। এ গান দুটি আগামী ঈদে প্রকাশ করা হবে বলে জানান হিরো আলম।

হিরো আলম বলেন, জেলখানায় বসে যখন জামিন পাচ্ছিলাম না তখন ‘ভালো লাগে না ভালো লাগে না মা জামিন করা’ গানটি লিখি। এরপর অন্য গানটি লিখি সেখানকার কয়েদির ভালোবাসার উপর। জেলখানাতেও আমি সমান জনপ্রিয়। আমি ভেবেছিলাম জেল খানার লোক আমাকে চিনবে না কিন্তু সেটা ভুল ছিলো। সেখানে সবসময় তারা আমাকে সেবা করেছে। প্রত্যেকে ভালোবেসেছে।

এই ৪৩ দিন জেল হাজতে কেমন ছিলেন হিরো আলম? জাবাবে তিনি বলেন, আমাকে দাগি আসামিদের সেলে রাখা হয়েছিল। তবে কারারক্ষীরা সবাই ভালো ব্যবহার করেছে। খাবার দাবারের খেয়াল রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়