শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জ হারলেও সন্তুষ্ট কোচ আফতাব

নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বাংলাদেশ ঘরোয়া লিগের জমজমাট খেলা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পুরা টুর্নামেন্ট দুর্দান্ত খেলে রান রেটে পিছিয়ে থেকে শিরোপা ছিটেকে লিজেন্ড অব রূপগঞ্জের। সুপার লিগে শেখ জামালের বিপক্ষে হারের কারণেই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের প্রশংসায় পঞ্চমুখ আফতাব। বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ওপেনার সুযোগ পেলে আরো বড় পরিসরে নিজেকে মেলে ধরতে প্রস্তুত।

হাতের মুঠো থেকে বেরিয়ে গেলো শিরোপা। ৪ পয়েন্ট বেশি নিয়ে রূপগঞ্জ শুরু করেছিলো তাদের সুপার লিগ। তখন অনেকে ভেবেই নিয়েছিলেন, আফতাবের দলই এবার হচ্ছে চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটতো অনিশ্চয়তায় ভরা। শেখ জামালের বিপক্ষে একটা হারই কাল হলো। তবুও আবাহনীর সঙ্গে পয়েন্ট সমান। নেট রান রেটে পিছিয়ে পড়ায় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রূপগঞ্জকে।

প্রথমবার হেড কোচ হয়েই আফতাব দেখালেন সাফল্যের ঝলক। আফতাব বললেন, ‘আমরা যখন টিম শুরু করছি তখন আমাদের দেখে সবাই আপনার ৬-৭ নাম্বার হওয়ার সুযোগ আছে। আমরা সুপারলীগ খেলব নাকি এমন সন্দেহও অনেকে প্রকাশ করেছেন।’

রূপগঞ্জের সাফল্যের পেছনে বড় ভূমিকা ওপেনার মোহাম্মদ নাঈমের। এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৮০৭ রান করেছেন। আছে ৩ সেঞ্চুরি। ৫৩ গড় আর ৯৪ স্ট্রাইক রেটও নজরকাড়া। নাঈমের স্বপ্নের পরিধি বাড়ছে। আফতাব আহমেদও দারুণ সম্ভাবনা দেখছেন ছেলেটার মধ্যে।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন মোহাম্মদ নাঈম। বয়স এখনো বেশি পেরোয়নি। নিজেকে আরো বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এ ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়