শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জ হারলেও সন্তুষ্ট কোচ আফতাব

নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বাংলাদেশ ঘরোয়া লিগের জমজমাট খেলা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পুরা টুর্নামেন্ট দুর্দান্ত খেলে রান রেটে পিছিয়ে থেকে শিরোপা ছিটেকে লিজেন্ড অব রূপগঞ্জের। সুপার লিগে শেখ জামালের বিপক্ষে হারের কারণেই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের প্রশংসায় পঞ্চমুখ আফতাব। বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ওপেনার সুযোগ পেলে আরো বড় পরিসরে নিজেকে মেলে ধরতে প্রস্তুত।

হাতের মুঠো থেকে বেরিয়ে গেলো শিরোপা। ৪ পয়েন্ট বেশি নিয়ে রূপগঞ্জ শুরু করেছিলো তাদের সুপার লিগ। তখন অনেকে ভেবেই নিয়েছিলেন, আফতাবের দলই এবার হচ্ছে চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটতো অনিশ্চয়তায় ভরা। শেখ জামালের বিপক্ষে একটা হারই কাল হলো। তবুও আবাহনীর সঙ্গে পয়েন্ট সমান। নেট রান রেটে পিছিয়ে পড়ায় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রূপগঞ্জকে।

প্রথমবার হেড কোচ হয়েই আফতাব দেখালেন সাফল্যের ঝলক। আফতাব বললেন, ‘আমরা যখন টিম শুরু করছি তখন আমাদের দেখে সবাই আপনার ৬-৭ নাম্বার হওয়ার সুযোগ আছে। আমরা সুপারলীগ খেলব নাকি এমন সন্দেহও অনেকে প্রকাশ করেছেন।’

রূপগঞ্জের সাফল্যের পেছনে বড় ভূমিকা ওপেনার মোহাম্মদ নাঈমের। এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৮০৭ রান করেছেন। আছে ৩ সেঞ্চুরি। ৫৩ গড় আর ৯৪ স্ট্রাইক রেটও নজরকাড়া। নাঈমের স্বপ্নের পরিধি বাড়ছে। আফতাব আহমেদও দারুণ সম্ভাবনা দেখছেন ছেলেটার মধ্যে।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন মোহাম্মদ নাঈম। বয়স এখনো বেশি পেরোয়নি। নিজেকে আরো বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এ ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়