শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রেকর্ড গড়লেন সাইফ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড করেই চলেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ। গত ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে নাম বসিয়েছেন মাশরাফি ও সৌম্য সরকারের নামের পাশে। আজ নতুন করে আবার রেকর্ড বুকে নাম বসালেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। এক আসরের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। চলমান আসরে ৩ সেঞ্চুরি, ৪ ফিফটিতে রেকর্ড ৮১৪ রান করেন এই ডানহাতি ওপেনার।

আসরের আগে এ রেকর্ডের মালিক ছিলেন লিটন দাস। আবাহনী লিমিটেডের হয়ে ২০১৬-১৭ মৌসুমে এ রেকর্ড গড়েছিলেন তিনি। এর এক মৌসুম বাদে তার খুব কাছাকাছি গিয়ে থামেন নাজমুল হোসেন শান্ত। ২০১৭-১৮ মৌসুমে ৭৪৯ রান করেন তিনি।

ধারাবাহিকতা বজায় রেখে চলমান আসরে লিটন-শান্তদের ছাপিয়ে যান সাইফ-রকিবুলরা। সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে যৌথভাবে ৭৫৯ রান নিয়ে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডে নিজেদের নাম লেখান তারা। এর এক ম্যাচ বাদে রেকর্ড বইয়ে আবারও আসে পরিবর্তন।

সাইফের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৮০০ রান করার মাইলফলক স্পর্শ করেন মোহাম্মদ নাইম। লিজেন্ডস অব রুপগঞ্জের এ ব্যাটসম্যান মোহামেডানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলে ওঠে আসেন ডিপিএলের এক আসরে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় অবস্থানে। মোট ৮০৭ রান করে এ অর্জনে নাম লিখিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়