শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রেকর্ড গড়লেন সাইফ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড করেই চলেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ। গত ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে নাম বসিয়েছেন মাশরাফি ও সৌম্য সরকারের নামের পাশে। আজ নতুন করে আবার রেকর্ড বুকে নাম বসালেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। এক আসরের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। চলমান আসরে ৩ সেঞ্চুরি, ৪ ফিফটিতে রেকর্ড ৮১৪ রান করেন এই ডানহাতি ওপেনার।

আসরের আগে এ রেকর্ডের মালিক ছিলেন লিটন দাস। আবাহনী লিমিটেডের হয়ে ২০১৬-১৭ মৌসুমে এ রেকর্ড গড়েছিলেন তিনি। এর এক মৌসুম বাদে তার খুব কাছাকাছি গিয়ে থামেন নাজমুল হোসেন শান্ত। ২০১৭-১৮ মৌসুমে ৭৪৯ রান করেন তিনি।

ধারাবাহিকতা বজায় রেখে চলমান আসরে লিটন-শান্তদের ছাপিয়ে যান সাইফ-রকিবুলরা। সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে যৌথভাবে ৭৫৯ রান নিয়ে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডে নিজেদের নাম লেখান তারা। এর এক ম্যাচ বাদে রেকর্ড বইয়ে আবারও আসে পরিবর্তন।

সাইফের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৮০০ রান করার মাইলফলক স্পর্শ করেন মোহাম্মদ নাইম। লিজেন্ডস অব রুপগঞ্জের এ ব্যাটসম্যান মোহামেডানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলে ওঠে আসেন ডিপিএলের এক আসরে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় অবস্থানে। মোট ৮০৭ রান করে এ অর্জনে নাম লিখিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়