শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রেকর্ড গড়লেন সাইফ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড করেই চলেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ। গত ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে নাম বসিয়েছেন মাশরাফি ও সৌম্য সরকারের নামের পাশে। আজ নতুন করে আবার রেকর্ড বুকে নাম বসালেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। এক আসরের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। চলমান আসরে ৩ সেঞ্চুরি, ৪ ফিফটিতে রেকর্ড ৮১৪ রান করেন এই ডানহাতি ওপেনার।

আসরের আগে এ রেকর্ডের মালিক ছিলেন লিটন দাস। আবাহনী লিমিটেডের হয়ে ২০১৬-১৭ মৌসুমে এ রেকর্ড গড়েছিলেন তিনি। এর এক মৌসুম বাদে তার খুব কাছাকাছি গিয়ে থামেন নাজমুল হোসেন শান্ত। ২০১৭-১৮ মৌসুমে ৭৪৯ রান করেন তিনি।

ধারাবাহিকতা বজায় রেখে চলমান আসরে লিটন-শান্তদের ছাপিয়ে যান সাইফ-রকিবুলরা। সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে যৌথভাবে ৭৫৯ রান নিয়ে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডে নিজেদের নাম লেখান তারা। এর এক ম্যাচ বাদে রেকর্ড বইয়ে আবারও আসে পরিবর্তন।

সাইফের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৮০০ রান করার মাইলফলক স্পর্শ করেন মোহাম্মদ নাইম। লিজেন্ডস অব রুপগঞ্জের এ ব্যাটসম্যান মোহামেডানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলে ওঠে আসেন ডিপিএলের এক আসরে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় অবস্থানে। মোট ৮০৭ রান করে এ অর্জনে নাম লিখিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়