শিরোনাম
◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও) ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ◈ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি, সঙ্গে ডেপুটি গভর্নর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতা হিসেবে এমন পৃথিবী আমরা চাইনি, শিশু জায়ানের মৃত্যুতে অভিনেতা চঞ্চল চৌধুরী

জিয়ারুল হক : শ্রীলঙ্কায় বোমা হামলায় শিশু জায়ান চৌধুরীর নিহতের খবরে মর্মাহত হয়েছে পুরো দেশ। অন্য সবার মতো তার নিহত হওয়ার সংবাদটি এখনো মানতে পারছেন না অভিনেতা চঞ্চল চৌধুরী।

জায়ানকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চঞ্চল চৌধুরী সোমবার লিখেছেন, ‘জায়ান, তোমার মায়াভরা মুখটা বলে দেয়, এই নোংরা পৃথিবীটা বাসের অযোগ্য। কষ্ট লাগে তোমার জন্য, তোমার আপনজনদের জন্য। পিতা হিসেবে সকল শিশুর জন্য, এমন পৃথিবী আমরা চাইনি। সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী চাই। সকল মানুষের জন্য সুন্দর পৃথিবী চাই। ধর্মের নামে সকল অধর্ম বন্ধ হোক।

জায়ান প্রসঙ্গে চঞ্চল চৌধুরী আরো বলেন, আমি নিজে একজন বাবা। আমার ছেলে রয়েছে। আমি একজন বাবা হয়ে জায়ানের মৃত্যু মানতে পারছি না। আমার শিশুও নিরাপদ নয় এই পৃথিবীতে।

রোববার শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের হামলায় নিহত হয় শিশু জায়ান। হামলায় আহত হয়েছেন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। জায়ানের লাশ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হবে।

সংসদ সদস্য শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। তারা উঠেছিলেন কলম্বোর একটি পাঁচ তারকা হোটেলে। বোমা হামলার সময় হোটেলের নিচতলার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন মশিউল হক চৌধুরী ও তার ছেলে জায়ান চৌধুরী। অন্যদিকে বড় ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ছিলেন হোটেলের ছয়তলার একটি কক্ষে। ফলে হামলা থেকে বেঁচে গেছেন তারা। এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়