শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বললেন সৈয়দ আবুল মকসুদ

রুহুল আমিন : সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, শ্রীলঙ্কার হামলা অত্যান্ত দু:খজনক। যারা বেঁচে থাকবে তাদের অনেকেই পৃথিবীতে না থাকার মতো হয়ে বেঁচে থাকতে হবে। কারণ তারা কাজ-কর্ম করে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারবে না।

রবিবার ডিবিসির সংবাদ সম্প্রসারণে তিনি বলেন, গত কয়েকদিন আগে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা হয়েছিলো। নিউজিল্যাণ্ড হলো বিশ্বের মধ্যে শান্তিপ্রিয় এক দেশ। সে দেশের মতো একটি রাষ্ট্রেও সন্ত্রাসীরা হামলা করেছিলো। আসলে সন্ত্রাসী হামলা যেকোনো দেশে যেকোনো সময় আসতে পারে। এটা বলে কয়ে আসে না। যদিও শ্রীলঙ্কার পুলিশ দশঁ দিন আগে সতর্ক বার্তা দিয়েছিলো। এটা আমাদের পুলিশরাও মাঝে মধ্যে সতর্ক বার্তা দেয়। যখন বিরোধী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নেয়। আর দেশে কিছু না হলে পুলিশ বলে তারা নাকি সতর্ক ছিলো বলে কিছু হয় নাই। কাজেই পুলিশের এভাবে সতর্ক বার্তা দেয়া ঠিক না। তারা যদি আশঙ্কার কথা জানতো তাহলে তারা হামলা ঠেকাতে পারলো না কেনো?

সামগ্রিক বিশ্ব পরিস্থিতি খুব খারাপ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ হামলা সম্পূর্ণ পরিকল্পিত। পরিকল্পিত না হলে এতো বড় হামলা হতে পারে না। কারণ শ্রীলঙ্কা এর আগে কোনো সময় এতো বড় হামলা হয়নি। ৮টি জায়গায় তারা হামলা করেছে। এমনকি তারা হোটেলেও হামলা করেছে। তাদের টার্গেট পর্যটকদের উপরও ছিলো। ধর্মীয় মৌলবাদীরা ধর্ম না বুঝেই ধর্ম পালন করে। তাদের কোনো ধমর্, আদর্শ নেই। বরং তারা সন্ত্রাসী। তাদের আদর্শ একটায় তারা পৃথিবীতে সন্ত্রসী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।]

যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে তারা নিজেরাও মারা গেছে। এটা আত্মঘাতী হামলা। যারা এ কাজ করেছে তাদের ভেতরে হিংসা উগ্রতা অনেক বেশি। তাদের কথা আমি নিজেও মরবো তোমাকেও মারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়