শিরোনাম
◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ ◈ ফজরের পর কবরস্থানে দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য! (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বললেন সৈয়দ আবুল মকসুদ

রুহুল আমিন : সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, শ্রীলঙ্কার হামলা অত্যান্ত দু:খজনক। যারা বেঁচে থাকবে তাদের অনেকেই পৃথিবীতে না থাকার মতো হয়ে বেঁচে থাকতে হবে। কারণ তারা কাজ-কর্ম করে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারবে না।

রবিবার ডিবিসির সংবাদ সম্প্রসারণে তিনি বলেন, গত কয়েকদিন আগে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা হয়েছিলো। নিউজিল্যাণ্ড হলো বিশ্বের মধ্যে শান্তিপ্রিয় এক দেশ। সে দেশের মতো একটি রাষ্ট্রেও সন্ত্রাসীরা হামলা করেছিলো। আসলে সন্ত্রাসী হামলা যেকোনো দেশে যেকোনো সময় আসতে পারে। এটা বলে কয়ে আসে না। যদিও শ্রীলঙ্কার পুলিশ দশঁ দিন আগে সতর্ক বার্তা দিয়েছিলো। এটা আমাদের পুলিশরাও মাঝে মধ্যে সতর্ক বার্তা দেয়। যখন বিরোধী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নেয়। আর দেশে কিছু না হলে পুলিশ বলে তারা নাকি সতর্ক ছিলো বলে কিছু হয় নাই। কাজেই পুলিশের এভাবে সতর্ক বার্তা দেয়া ঠিক না। তারা যদি আশঙ্কার কথা জানতো তাহলে তারা হামলা ঠেকাতে পারলো না কেনো?

সামগ্রিক বিশ্ব পরিস্থিতি খুব খারাপ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ হামলা সম্পূর্ণ পরিকল্পিত। পরিকল্পিত না হলে এতো বড় হামলা হতে পারে না। কারণ শ্রীলঙ্কা এর আগে কোনো সময় এতো বড় হামলা হয়নি। ৮টি জায়গায় তারা হামলা করেছে। এমনকি তারা হোটেলেও হামলা করেছে। তাদের টার্গেট পর্যটকদের উপরও ছিলো। ধর্মীয় মৌলবাদীরা ধর্ম না বুঝেই ধর্ম পালন করে। তাদের কোনো ধমর্, আদর্শ নেই। বরং তারা সন্ত্রাসী। তাদের আদর্শ একটায় তারা পৃথিবীতে সন্ত্রসী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।]

যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে তারা নিজেরাও মারা গেছে। এটা আত্মঘাতী হামলা। যারা এ কাজ করেছে তাদের ভেতরে হিংসা উগ্রতা অনেক বেশি। তাদের কথা আমি নিজেও মরবো তোমাকেও মারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়