শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যায় জড়িত সন্দেহে তুরস্কে আমিরাতের গুপ্তচর আটক

আব্দুর রাজ্জাক : আরব আমিরাতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্ক দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তাদের সঙ্গে সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় যোগসাজস রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। বিবিসি, আল-জাজিরা

তুরস্কের বিচার বিভাগের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করে গত সোমবারই গ্রেফতার করা হয়। এবং ইতোমধ্যেই আদালতের মুখোমুখি করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে আটককৃত ব্যক্তিরা আমিরাতের নাগরিক নয়।

একজন তুর্কি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আটককৃতদের একজন গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে খাসোগজি হত্যার কয়েকদিন আগে তুরস্কে প্রবেশ করেন। আরেকজন তাকে সহায়তা করতে হত্যাকা-ের পরে তুরস্কে যায়।

এক তুর্কি কর্মকর্তা বলেন, ‘তারা খাসোগজি হত্যায় সহযোগিতা করতে তুরস্কে প্রবেশ করেছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা তুরস্কে বসে ভিন্নমতাবলম্বীসহ আরবদের তথ্য সংগ্রহ করতো। এবং সন্দেহভাজনরা সংবাদদাতা হিসেবেই নিয়োগ পেয়েছিলো বলে তারা স্বীকার করেছে।’

রয়টার্স আরো জানায়, সন্দেহভাজনদের একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। তারা আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির, দিয়ারবাকিরের অনেক লোকের সঙ্গে যোগাযোগ করেছিলো যাদের একজন টেলিফোনে খাসোগজি মামলা নিয়ে কথা বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়