শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : প্রতি বছরের মত এবারও সফলতার সাথে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া ‘টাইগার শার্ক’। ২০০৯ সালের নভেম্বর থেকে নিয়মিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াড্স’ এবং যুক্তরাষ্ট্রের বিশেষায়িত দল অংশগ্রহণ করে আসছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

গত ২৪ মার্চ এ বছরের মহড়া শুরু হয়। চট্টগ্রাম ও কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এর প্রশিক্ষণ কর্মকান্ড চলে। এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স এর ২ জন কর্মকর্তাসহ ৩০ জন নৌকমান্ডো অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত আর্ল ররার্ট মিলারের উপস্থিতিতে এ মহড়ার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রামের ডাঙ্গারচরে অবস্থিত নৌকমান্ডো ঘাঁটি বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল ররার্ট মিলার উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডোবৃন্দ একটি বিশেষায়িত প্রদর্শনীর আয়োজন করে। সমাপনী ভাষণে মার্কিন রাষ্ট্রদূত নৌকমান্ডোদের দক্ষতা ও সাহসের ভূয়সী প্রসংশা করেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়