শিরোনাম
◈ দেশের উন্নয়ন থেকে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে   ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জেতার ইচ্ছে না থাকলে ইংল্যান্ডে না যাওয়াই উচিৎ, বললেন স্টেইন

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য এখনো ১৫ সদস্যের দল ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকাদের বিবেচনায় দুই-তিনটি নামই বারবার ঘুরপাক খাচ্ছে। র‌্যাঙ্কিংয়ে আর সাম্প্রতিক পারফরম বিবেচনায় ক্রিকেট বিশ্লেষকরা দিচ্ছেন ফেভারিটদের নাম। অথচ দ. আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন বলছেন আসন্ন ক্রিকেট বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ে কোন প্রভাবই ফেলবে না, বরং যেকোনো দলেরই থাকছে সম্ভাবনা। ৩৫ বছর বয়সী প্রোটিয়া এই পেসার বলছেন যদি কারও বিশ্বকাপ জেতার ইচ্ছে না থাকে, তবে অংশগ্রহণ করতে যাওয়াই উচিৎ নয়।

আইপিএল নিলামে প্রথমে অবিক্রিত থাকলেও অজি পেসার নাথান কোল্টার-নাইলের চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াতেই বদলি হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলে নেয় দ. আফ্রিকান এই গতি তারকাকে।

ঘরের মাঠে বিশ্বকাপ, সাম্প্রতিক পারফরম দুর্দান্ত, র‌্যাঙ্কিং বলছে তারা ওয়ানডের এক নম্বর দল। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার উপরে ইংল্যান্ডই। এরপর আছে ভারত, অস্ট্রেলিয়ার মত দলগুলো। কিন্তু স্টেইন বলছেন র‌্যাঙ্কিংয়ে কোন প্রভাবই ফেলবে না, ‘র‌্যাঙ্কিংয়ে দলের পারফরম বোঝাতে সক্ষম। তবে বিশ্বকাপের সময়টাতে এটা খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করি না। উইন্ডিজ র‌্যাঙ্কিং বিবেচনায় কোথায়, অথচ তারাও কদিন আগে ইংল্যান্ডকে হারালো। অস্ট্রেলিয়া টানা হারের মধ্যে ছিল আবার জেতা শুরু করেছে।’

বিশ্বকাপে জেতার সম্ভাবনা আছে সবারই উল্লেখ করে কোলকাতায় সাংবাদিকদের স্টেইন বলেন, ‘ইংল্যান্ড নিজেদের মাটিতে খেলবে, সাদা বলে ওরা বেশ কিছুদিন ধরে দুর্দান্ত করছে। তবে বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে সবারই। আপনাকে আগে ওখানে যেতে হবে, পরিবেশের সাথে দ্রুত মানিয়ে মাঠে নিজেদের সেরাটা প্রয়োগ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়