শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে হঠাৎই ইনজুরি আতঙ্কে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে কোন ধরণের ইনজুরিতে পড়তে চান না তিনি। সম্পূর্ণ সতর্ক অবস্থানে থেকে বিশ্বকাপে অংশ নিতে চান মুস্তাফিজ। যদিও ইনজুরির দুশ্চিন্তা এখনও ভাবাচ্ছে তাকে।

সম্প্রতি ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে খেলা মুস্তাফিজ অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী দুই সপ্তাহের জন্য বিশ্রাম দিয়েছে এই বাঁহাতি পেসারকে। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কাটার মাস্টার।
বর্তমানে সুস্থ আছেন তিনি। তবে বিশ্বকাপে ইনজুরিতে পড়ার দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাঁর। দলের সকলেই যেন সুস্থ থাকে চাওয়া মুস্তাফিজের।

তার ভাষায়’ ‘বিরতি দিয়ে দিয়ে খেলা। টানা খেলা নেই। আহামরি কিছু হওয়ার কথা না। ইনজুরি তো বলে–কয়ে আসে না। যে কোনো ভাবে লাগতে পারে। সবার সুস্থ থাকাটাই বড় কথা। আমি চেষ্টা করছি ইনজুরি যেন না হয়। এখন ভালো আছি।'

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে দায়িত্বের চাপ রয়েছে মুস্তাফিজের ঘাড়ে, ভালোই জানা তাঁর। নিজের সবটুকু দিয়ে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে চান তিনি।

‘সব সময়ই তো বেশি ছিল (দায়িত্ব)। সবাই আশা করে বলেই দায়িত্ব বেশি। চেষ্টা করি, সবাই আশা করে, নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, সেটা চেষ্টা করি,' বলেছেন জাতীয় দলের হয়ে ৪৩ ওয়ানডে খেলা মুস্তাফিজ।

তবে এখন তাঁর লক্ষ্য আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করা। শুধু তিনি নন, দলের সকলে আসন্ন এই সিরিজ দিয়ে নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে মুখিয়ে আছে।

মুস্তাফিজের ভাষ্য মতে, 'বিশ্বকাপের আগে ৪ ম্যাচে আছে আয়ারল্যান্ডে। ওটাই আগে ভাবা উচিত। ওখানে ভালো করতে পারলে মনে হয় বিশ্বকাপে আমাদের জন্য ভালো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়