শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির কৌশল নিয়ে বিএনপিতে দ্বিধাদ্বন্দ্ব

বিভুরঞ্জন সরকার : দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি। কিন্তু কীভাবে? মুক্তির পথ তিনটি। ১.আন্দোলনের মাধ্যমে ২.জামিনে ৩.প্যারোলে বা নির্বাহী আদেশে।

আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি আদায় যে সম্ভব নয়, সেটা বিএনপি নেতারা বুঝে গেছেন। আন্দোলন করার ক্ষমতা বিএনপির নেই। আগে তবু হুংকার দেওয়া হতো, এখন সেটাও বন্ধ। সরকারও বিএনপির আন্দোলন-সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল।

আইনি প্রক্রিয়ায় জামিনের ব্যাপারেও আশাবাদী নন বিএনপি নেতারা। তার বিরুদ্ধে অনেক মামলা। সরকার না চাইলে তার মুক্তি পাওয়া দুরূহ। আর, বিএনপির প্রতি সরকারের নমনীয়তা দেখানোর মতো কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি।

সবশেষ প্যারোল। প্যারোল চেয়ে বেগম জিয়াকে আবেদন করতে হবে। তিনি চাইলে হয়তো সেটা সম্ভব। একটা কথা চাউর হয়েছে যে, বিএনপির নির্বাচিত ছয় এমপি শপথ নিয়ে সংসদে গেলে বেগম জিয়া প্যারেলে মুক্তি পেতে পারেন। বিএনপির একাংশ এটা চায়। তাদের কাছে বেগম জিয়ার মুক্তিই প্রধান ইস্যু। আবার প্যারোলে মুক্তি না নেওয়ার পক্ষেও দলে মত আছে। বেগম জিয়াও প্যারোল পছন্দ করছেন না বলে শোনা যাচ্ছে।

সরকারের সঙ্গে সমঝোতা করে বেগম জিয়াকে কারামুক্ত করার বিরোধীরা মনে করেন, এটা হবে অসম্মানের। এতে দল ও নেত্রীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি এখন খুব সম্মানজনক অবস্থায় আছে? বেগম জিয়ার দীর্ঘ কারাবাস এবং দলের নিষ্ক্রিয়তা ও বেহাল অবস্থা কি দল ও নেত্রীর রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করছে? বিএনপিকে আবেগমুক্ত হয়ে সবকিছু ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যেহেতু সংসদ সদস্যদের ৩০ এপ্রিলের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা আছে তাই তার আগেই কোনো একটি সিদ্ধান্ত বিএনপিকে চূড়ান্ত করতে হবে। সেক্ষেত্রে বেগম জিয়া প্যারোলে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন এবং বিএনপির ছয় এমপি যেতে পারেন সংসদে। তাতে সরকার এবং বিএনপি - দুই পক্ষেরই স্বস্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়