শিরোনাম
◈ পুলিশ নির্বাচনী দায়িত্বসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি ◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির কৌশল নিয়ে বিএনপিতে দ্বিধাদ্বন্দ্ব

বিভুরঞ্জন সরকার : দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি। কিন্তু কীভাবে? মুক্তির পথ তিনটি। ১.আন্দোলনের মাধ্যমে ২.জামিনে ৩.প্যারোলে বা নির্বাহী আদেশে।

আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি আদায় যে সম্ভব নয়, সেটা বিএনপি নেতারা বুঝে গেছেন। আন্দোলন করার ক্ষমতা বিএনপির নেই। আগে তবু হুংকার দেওয়া হতো, এখন সেটাও বন্ধ। সরকারও বিএনপির আন্দোলন-সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল।

আইনি প্রক্রিয়ায় জামিনের ব্যাপারেও আশাবাদী নন বিএনপি নেতারা। তার বিরুদ্ধে অনেক মামলা। সরকার না চাইলে তার মুক্তি পাওয়া দুরূহ। আর, বিএনপির প্রতি সরকারের নমনীয়তা দেখানোর মতো কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি।

সবশেষ প্যারোল। প্যারোল চেয়ে বেগম জিয়াকে আবেদন করতে হবে। তিনি চাইলে হয়তো সেটা সম্ভব। একটা কথা চাউর হয়েছে যে, বিএনপির নির্বাচিত ছয় এমপি শপথ নিয়ে সংসদে গেলে বেগম জিয়া প্যারেলে মুক্তি পেতে পারেন। বিএনপির একাংশ এটা চায়। তাদের কাছে বেগম জিয়ার মুক্তিই প্রধান ইস্যু। আবার প্যারোলে মুক্তি না নেওয়ার পক্ষেও দলে মত আছে। বেগম জিয়াও প্যারোল পছন্দ করছেন না বলে শোনা যাচ্ছে।

সরকারের সঙ্গে সমঝোতা করে বেগম জিয়াকে কারামুক্ত করার বিরোধীরা মনে করেন, এটা হবে অসম্মানের। এতে দল ও নেত্রীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি এখন খুব সম্মানজনক অবস্থায় আছে? বেগম জিয়ার দীর্ঘ কারাবাস এবং দলের নিষ্ক্রিয়তা ও বেহাল অবস্থা কি দল ও নেত্রীর রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করছে? বিএনপিকে আবেগমুক্ত হয়ে সবকিছু ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যেহেতু সংসদ সদস্যদের ৩০ এপ্রিলের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা আছে তাই তার আগেই কোনো একটি সিদ্ধান্ত বিএনপিকে চূড়ান্ত করতে হবে। সেক্ষেত্রে বেগম জিয়া প্যারোলে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন এবং বিএনপির ছয় এমপি যেতে পারেন সংসদে। তাতে সরকার এবং বিএনপি - দুই পক্ষেরই স্বস্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়