শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর শাসনামলে খাদি বিক্রি বৃদ্ধি পেয়েছে আড়াই গুণ

রাশিদ রিয়াজ : গত পাঁচ বছরে বিজেপি সরকারের সহযোগিতায় দেশজুড়ে বিপুল সংখ্যক খাদি স্টোর খোলা এবং তার সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি নকল খাদি বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় ভারতের খাদির ব্যবসায় সুদিন ফিরেছে। তাছাড়া ‘মণিকর্ণিকায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-কে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর দেশাত্মবোধক সাজে ফুটিয়ে তুলতে পারত কেবলমাত্র খাদির তৈরি পোশাকই’, সম্প্রতি এ দাবি করেছিলেন ‘দেবদাস’, ‘যোধা আকবর’-এর মতো সিনেমায় কস্টিউম ডিজাইনের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার নীতা লুল্লা। তার দাবি, মণিকর্ণিকায় কঙ্গনার জন্য তিনি ২৬ লাখ টাকার পোশাক কিনেছেন খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন থেকে।

বস্তুত মোদী জমানার পাঁচ বছরে সংস্থার বিক্রি আড়াই গুণ বেড়েছে বলে দাবি করলেন খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন-এর চেয়ারম্যান ভিনাই কুমার সাক্সেনা। গত মার্চে শেষ হওয়া অর্থবছর শেষে খাদি গ্রামোদ্যোগের বিক্রি বেড়ে হয়েছে ৩২১৫.১৩ কোটি টাকা। সাক্সেনার আশা, চলতি অর্থবছরে ওই বিক্রির পরিমাণ ৫,০০০ কোটির গ-ি ছাড়াবে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার সময় খাদি গ্রামোদ্যোগের বিক্রির বহর ছিল ১৩১০.৯০ কোটি টাকা। সেখান থেকে গত পাঁচ বছরে খাদির বিক্রি এবং উৎপাদন বছরে যথাক্রমে ৩৪.৮৬ শতাংশ এবং ২৫.৫২ শতাংশ চক্রবৃদ্ধি হারে বেড়েছে।

অথচ, ২০০৪ থেকে ২০১৪ এই দশ বছরে খাদি গ্রামোদ্যোগের উৎপাদন এবং বিক্রি বেড়েছিল বছরে যথাক্রমে ৬.৪৮ শতাংশ এবং ৬.৮২ শতাংশ চক্রবৃদ্ধি হারে! সাক্সেনার দাবি, মোদী জমানায় খাদি গ্রামোদ্যোগর এই বৃদ্ধি সংস্থাটির ইতিহাসে সর্বকালীন রেকর্ড।

গত পাঁচ বছরে সরকারি সহযোগিতায় দেশজুড়ে বিপুল সংখ্যক খাদি স্টোর খোলা এবং তার সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি নকল খাদি বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ করায় খাদির ব্যবসায় এই সুদিন ফিরেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাক্সেনা দাবি করেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী খাদির বিক্রিতে উদ্যোগী হওয়ায় অভাবনীয় সাফল্য এসেছে সংস্থার বিক্রিতে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০১৪’র আগে ভারতীয় রেলে গড়ে প্রতি বছর ৫-৭ কোটি টাকার পণ্য সরবরাহ করার বরাত পেত খাদি। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদীর আহ্বানের পর তা বেড়ে গড়ে ৮০-৯০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। একই ভাবে পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশানের তরফে তাদের ১৭,০০০ কর্মীকে খাদির তৈরি ইউনিফর্ম দেওয়ার মতো একাধিক নতুন বরাতও পাচ্ছে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন।’

সাক্সেনা আরও জানিয়েছেন, বর্তমানে দেশে থাকা ৮,০৬১টি খাদি স্টোরের মধ্যে গত সাড়ে ৪ বছরে খোলা হয়েছে ১,৭০০ টি স্টোর। ২০১৪-১৫ সালে ২,০০২ জন কর্মী নিয়ে যেখানে ১৩১০.৯০ কোটি টাকার পণ্য বিক্রি করেছিল খাদি, সেখানে সদ্যসমাপ্ত ২০১৮-১৯ অর্থবর্ষে কর্মীসংখ্যা কমে ১,৫৩৫ হলেও বিক্রি পৌঁছে গিয়েছে ৩২১৫.১৩ কোটিতে।

সাক্সেনা আরও জানিয়েছেন, খাদির বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাপড়ের যোগান বাড়াতে ২০১৮ সালে সংস্থা ৫০ হাজার নতুন মডেল চরকা, ৪,০০০ সৌরচালিত চরকা এবং ৫,০০০ যন্ত্রচালিত তাঁত বিতরণ করেছে, যার ফলে আগামী দিনে খাদির উৎপাদন ৩০-৪০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।

ব্র্যান্ড হিসেবে খাদি ইতিমধ্যেই রেমন্ডস-এর মতো একাধিক নামী সংস্থাকে কাপড় জোগানোর পাশাপাশি আগামী দিনে এর খুচরো বিক্রির উপর জোর দিতে চাইছে সংস্থা। যার জন্য দেশের নানা শহরে শপিং মলে নিজস্ব বিপণি খোলা হচ্ছে।

নয়ডার গ্রেট ইন্ডিয়া প্লেস মল-এ ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম খাদি কর্নার খোলা হয়েছে। খুব শীঘ্রই চেন্নাই, বেনারস এবং আমদাবাদেও তা খোলার পাশাপাশি দেশের আরও একাধিক বড় শহরে এই ধরনের খাদি কর্নার খোলার পরিকল্পনাও করেছে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। বিক্রি বাড়াতে মুম্বই-এর কটন বাজার-এর সঙ্গেও ব্যবসায়িক টাই-আপ গড়ে তোলার জন্য চুক্তিও সারা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সাক্সেনা।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে খাদির বৈশিষ্ট্য আরও বেশি করে তুলে ধরতে চলতি বছরে ১০টি দেশেও এক্সক্লুসিভ এগজিবিশন করে বিক্রি বাড়ানোর চেষ্টা করা হচ্ছেও বলে দাবি করেছেন চেয়ারম্যান। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়