শিরোনাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নার-স্মিথ আর কোনো নেতিবাচকের শিরোনাম হবে না বিশ্বাস ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য গতকাল সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়া। এই স্কোয়াডে ফিরেছেন বল বিকৃতির জন্য নিষেধাজ্ঞা থাকা ডেবিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। তদের দলে ফেরা সাদরে গ্রহণ করে নিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাদের প্রতি তার পূর্ণ বিশ্বাস আছে বলেই জানান ফিঞ্চ।

বিশ্বকাপের দল ঘোষণার পরবর্তী প্রতিক্রিয়ায় ওয়ার্নার ও স্মিথের ব্যাপারে অজি দলনেতা বলেন, ‘আমি যতদূর জানি, গত ১২ মাসে করণীয় সবকিছুই তারা ঠিকভাবে সম্পন্ন করেছে। তারা ভালো অবস্থানেই ছিল। এটাই সাফল্যের মূল চাবিকাঠি যে তারা দুইজন সবসময়ই যতটা পারে ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে।’

ফিঞ্চের বিশ্বাস আছে দলের জন্য যেটা ভালো এই দুই প্রত্যাবর্তনকারী ক্রিকেটার সেটাই করবেন। আর কোনো নেতিবাচক খবর শুনতে হবে না বলে বিশ্বাস আছে তার। ফিঞ্চের ভাষায়, ‘তাদেরকে ব্যক্তিগতভাবে খুব ভালো করেই চিনি আমি। তাই আমি বিশ্বাস করি তারা আর কোনো নেতিবাচক খবরের শিরোনাম হবে না। তারা দুইজনই দারুণ ব্যক্তিত্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়