শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম বাঁচে কয়দিন? (ভিডিও)

শিমুল মাহমুদ : প্রেমের সংজ্ঞা দিতে গিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ও সমাজসংস্কারক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, প্রেম হলো না পাওয়া। আমরা যা কিছু পেলাম না, যা কিছু হারালাম এটায় প্রেম। কারণ এ সময় এতো অসহ্য সুখ, এতো অকথ্য যন্ত্রনা, যা মানুষ বেশিদিন সহ্য করতে পারে না। তাই বেচেঁ থাকার দরকারে প্রেমকে একটু নিচে নামিয়ে বন্ধুত্বের পর্যায়ে নিয়ে আসতে হয়। উচ্চতর বন্ধুত্বে।

এ নিয়ে অসংখ্য গান হয়েছে.. লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা... সখি ভাবনা কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে.. তোমরা যে বলো দিবস ও রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কাহারে কয়, সেকি কেবলি যাতনাময়...
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানিক বন্দ্রোপধ্যায় মতে প্রেম খুব জোড় তিন মাস বাচঁতে পারে। কিন্তুসাইন্টিফিকলি প্রেমের বয়স চার বছর। প্রেমের যে উদ্দেপনা, সেটা এক সময় স্থিতিস্থাপকতার মধ্যে চলে আসে। পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রেমেও বন্ধুত্বের লেভেলে আসতে সময় লাগে চার বছর। তবে বন্ধুত্বের নামলেও অসুবিধা নেই। কারণ প্রেমকে যদি একটা কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতশৃঙ্গের মতো ভাবা হয়, তাহলে বন্ধুত্ব পামির মালভূমি মতো একটা জায়গা। সেই কাঞ্চনজঙ্ঘার র্শীষে একজনের বেশী জায়গা নেই। পামির মালভূমি অনেকের মানুষের , অনেক বন্ধুত্বেও জায়গা আছে।

প্রেমের চেয়ে সুন্দর্য পৃথিবী আর কিছু নাই। এতো বেদনাময়, এতো সুন্দর্যময়, এতো আলোময়, এর মতো এতো উচু আর কিছুতে মানুষ উঠে না। কিন্তু বন্ধুত্ব বড় শান্তি দায়ক। সুতরাং প্রেমকে শেষ পর্যন্ত যদি উন্নত বন্ধুত্বের মধ্যে রাখতে যায় তাহলে সেটায় পৃথিবী স্থায়ী সম্পদ।

সামাজিক যোগাযোগ মাধমে প্রেমের এ সংজ্ঞায় মন্তব্য করেছেন তাদের মতে : কারো জন্য বুকের মধ্য শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা। কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালোবাসা। কারো সাথে কথা বলতে না পেরে ছটপট করার নাম ভালোবাসা। কাউকে নিয়ে ভাবতে ভালো লাগার নাম ভালোবাসা। কাউকে সুখি দেখে নিজেকে সুখি ভাবার নাম ভালোবাসা। কারো চোখের কোনে দু'ফোটা জল দেখে কেঁদে ফেলার নাম ভালোবাসা। কারো কাছ থেকে কিছু পাবনা ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালোবাসা।♥- Reann Gäzî

শততম নির্ঘুম রাত কাটিয়ে দেয়ার পরেও তাকে জানাতে না পারার অসহায়ত্বের নামই 'ভালোবাসা'। মানুষ প্রেমে পরে হাজারবার। ভালোবাসা সীমিত। প্রেমে মিশে থাকে 'ইগো', ভালোবাসায় 'স্যাক্রিফাইস'। প্রেমে পরে আজ পর্যন্ত কাউকে জীবন হারাতে হয়নি। ভালোবেসে মানুষ এক জীবনই মরে যায় অসংখ্যবার। কারো জন্য বুকের মধ্য শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা। ♥ MD Topu Islam

এ এমন ভালোবাসা সম্মানজনক, যে ভালোবাসা স্পর্শকাতর' কিন্তুু, 'স্পর্শের জন্য কাতর' নয়। আমি যা জেনেছি ; দাদাজি ::প্রেম ই ঐশ্বর্য; যার কোথায় শুরু কোথায় শেষ; শুধুই হারাতে হারাতে হারিয়ে যাওয়া অন্তত আনন্দে; কবিতা, নাগকেশর রূপ, শঙ্খচূরের ছোবল, নেশার পাত্রে নীল বিষ; অমৃত তুমি কার:- অমৃতার; অমৃতা অমৃতের!!! কুমারী নীল চোখ , হাতে আশমানি ছুরি হ্রিদয় বিদ্রিন্ন করতে, মধ্যরাতের ভাঙ্গা নীল চাঁদ একাএকা পার করায় কৃষ্ণসাগর; সেই সুর সেই সম্পর্ক সেই স্বাধীনতা; আজ চৈতালী রাত্রি :::: কি থাক ?? Abhijit Dutta Gupta

https://www.facebook.com/KobitaOfficial%20/videos/852767298391755/?story_fbid=852767298391755&id=411197708971175

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়