শিরোনাম
◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে জামায়াত, নজর থাকবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়: জামায়াত আমির ◈ জাতীয় নির্বাচন: বিএনপির সঙ্গে পর্দার আড়ালে ছোটদলগুলোর আলোচনা ◈ অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান ◈ লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কবার্তা ◈ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

আরএইচ রফিক : একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন । শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় ফেরার পথে বগুড়া শহরের চারমাথা এলাকায় নিজের প্রাইভেটকারের সঙ্গে একটি বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খুরশীদ আলম আহত হন। এসময় তার সাথে থাকা অপর দু’জন শিল্পী আহত হন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় ন্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকাল দুপুরে খুরশীদ আলম সহ আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় । তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বগুড়া সদরের টিএমএসএস এলাকার চারতারকা হোটেল মম ইন বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ ট্রস্টের উদ্দ্যোগে আয়োজিত ভ্রাতৃতের মিলন মেলা নামের একটি অনুষ্ঠানে যোগদান শেষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম প্রাইভেটকার যোগে অপর দু’জন জুরিয়র শিল্পীকে সাথে নিয়ে ঢাকায় ঢাকায় ফিরছিলেন।এ সময় তাদের বহনকারী প্রাঃ কারটি বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তার মাথা ও মুখে আঘাত লাগে।

হাসপাতাল সূত্রে জানা যায় দূর্ঘটনায় শিল্পীর দাঁতও ভেঙে যায় ।তবে তার সাথে থাকা শিল্পীদের আঘাত সমপর্কে বিস্তারিত জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে দ্রুত তাকে সহ অন্যদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে প্রাথমিক অস্ত্র প্রচার শেষে তাকে হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা পুরুষ কেবিনে ৫৭৯ নং বেডে চিকিৎসাধীন রাখা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন,শিল্পীর চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা মেডিকেল বোর্ড গঠন করি। ‘খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল ছিল । তার পরেও একুশে পদক পাওয়া এই গুনি শিল্পীকে উন্নত চিকিৎসার প্রয়োজনে এবং তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার। তাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

শনিবার দুপুরে খুরশীদ আলমকে এয়ার এম্ব্যম্বুলেন্স এর একটি হেলিকপটারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় ।

এ ঘটনায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক)এসএম বদিউজ্জামান এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) সনাতন চক্রবর্তী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়