শিরোনাম
◈ ২ ঘণ্টায় ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে: ইসি  ◈ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে ◈ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর  সপরিবারে ভিসানিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর সালামের জবাব দিয়ে মর্মস্পর্শী কবিতা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০জন মুসলিম নাগরিক শহীদ হন। এই ঘটনার পর সারা বিশ্বজুড়ে শোকের বন্যা বয়ে যায়। এরপর সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডিন মুসলিম নাগরিকদেরকে নিয়ে করেছেন স্মরণীয় সব আয়োজন। এমনকি মুসলিম জাতির উদ্দেশে তিনি সালামও জানিয়েছেন। সেই সালামের উত্তর দিয়ে একটি কবিতা লিখেছেন বিখ্যাত ছড়াকার জগলুল হায়দার। আমাদের সময় ডটকম পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো :

ওয়ালাইকুম আস সালাম
জগলুল হায়দার

জেসিন্দা ম্যাম সালাম দিছেন
আজ মুসলিম সবারে
যদিও জানি মুছবে না ক্ষত
এই সালামের রবারে।

শ্রদ্ধা এবং ভক্তি দিছেন
ঢাইকা মাথা হিজাবে
ক্রাইস্ট চার্চের অমানিশা
তাতেই সরে কি যাবে?

না যাক, এটা তুচ্ছ তো নয়
হৃদয় দিয়া ভাবি রে
তাই তো নিলাম মাইখা সেটা
ভালোবাসার আবীরে।

ওয়ালাইকুম সালাম জানাই
তাঁর সালামের উত্তরে
নিন্দা জানাই সঙ্গে আবার
শোন- শ্বেতাঙ্গ ভূত তোরে।

শ্বেতাঙ্গ ভূত কি জানি নাম?
নাম নিমু না জবানে
জুম্মাঘরে মারছে মানুষ
যেই হার্মাদ শ বাণে।

সংসদে প্রদত্ত জেসিন্দার ভাষণ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ‘আসসালামু আলাইকুম’ বলে বক্তৃতা দিয়েছেন। এদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সালামের মাধ্যমে মুসলমানদের জন্য শান্তির বার্তা পাঠান। এ সময় প্রধানমন্ত্রী জেসিন্ডা তার দেশের জনগণকেও ওই সন্ত্রাসীর নাম মুখে না নেয়ার আহ্বান জানান।

গত মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় সংসদে সমবেদনামূলক ভাষণ দেয়ার সময় জেসিন্ডা বলেন, তিনি কখনো অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ২৮ বছর বয়সী ওই সন্ত্রাসীর নাম মুখে উচ্চারণ করবেন না।

জেসিন্ডা বলেন, হত্যাকা-ের ভেতর দিয়ে অস্ট্রেলিয়ার এ হামলাকারী অনেক কিছু অর্জন করতে চেয়েছে তার মধ্যে একটি হলো কুখ্যাতি। সে কারণে আপনারা কখনো তার নাম আমার মুখে শুনবেন না। সে একজন সন্ত্রাসী। সে একজন ক্রিমিনাল, সে একজন চরমপন্থি। যখন আমি বক্তৃতা দেব তখন তার নাম নেব না।

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে সে কুখ্যাতি অর্জন করতে চেয়েছে। সে জন্য তার নাম না নিয়ে বরং যারা নিহত হয়েছেন তাদের নাম উচ্চারণ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়