শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন ঘটনা কোন প্রেসিডেন্টের সাথে ঘটতে দেয়া যাবে না, বললেন ট্রাম্প

মো: তৌহিদ এলাহী : সোমবার ডোনাল্ড ট্রাম্প তার ওভাল অফিসে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, ‘মুলার প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি উচ্ছ¡াসিত। কিছু মানুষ এ নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করেছিলো যা খুবই দুঃখজনক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা জানি কারা এ মিথ্যাচার করেছে। আমরা চাই না অন্য প্রেসিডেন্টের বেলায় এমনটা হোক। সিএনএন।

ট্রাম্পের বলেন, ‘প্রতিবেদনটি প্রকাশিত হওয়ায় আমরা খুশি হয়েছি। প্রতিবেদনটিতে সত্য প্রকাশিত হয়েছে। এটি আমার প্রত্যাশিত সময়ের আগে প্রকাশিত হয়েছে। এখানে অনেক মানুষ আছে যারা অনেক হীন ও নেক্কারজনক ঘটনা ঘটাতে চেয়েছিলো। এটি রাষ্ট্রদ্রোহিতা।

তিনি বলেন, ‘যারা আমার ও আমাদের দেশের ক্ষতি করতে চায় তারা সময়ের অপেক্ষায় ছিলো। যখন আমরা একটি খারাপ সময় দিয়ে যাচ্ছিলাম তখন তারা আমাকে লক্ষবস্তুুতে পরিণত করে। তারা কংগ্রেসে মিথ্যা তথ্য প্রকাশ করেছে। এদের মধ্যে অনেকেই আছে যাদেরকে আমরা চিনি।

তিনি আরো বলেন, ‘যারা রাষ্ট্রদ্রোহমূলক কাজ করে আমি তাদেরকে বলতে চাই, আমি আমার দেশকে ততটাই ভালবাসি যতটা আমার পরিবারকে, আমার ইশ^রকে ভালবাসি। তারা ভয়ানক মিথ্যা তথ্য প্রকাশ করেছে যা দেশের জন্য ক্ষতিকর। আমরা এটি অন্য কারো বেলায় ঘটতে দিতে পারি না। কারন খুব কম ব্যক্তিই এটি সামাল দিতে পারে। তাই আমি জোর দিয়েবলতে চাই এমন ঘটনা আমরা আর ঘটতে দিতে পারি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়