শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকসু নির্বাচন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে প্রশাসনের সংলাপ

সানজানা শ্রুতি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ( লেলিন ও বাসদ মার্কসবাদী) নেতাকর্মীর সঙ্গে সংলাপ করেছে রাকসু সংলাপ কমিটি। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে পৃথক ভাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ মার্কবাদী) নেতাকর্মীরা ১৫ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো-

১. সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। হলগুলোতে ছাত্র সংগঠন সমূহের সহাবস্থান নিশ্চিত করা

২. প্রশাসনিক তত্ত্বাবধানে হলগুলোতে সিট নিশ্চিত ও নিয়ন্ত্রণ করতে হবে।

৩. প্রথম বর্ষ থেকেই সকল শিক্ষার্থীদের বৈধ সিটের ব্যবস্থা করতে হবে।

৪. ভিসির পদাধিকারবলে সভাপতির একচেটিয়া ক্ষমতার বিধানটি সংশোধন করে কার্যনির্বাহী পরিষদের মতামতের ভিত্তিতে সকল সিন্ধান্ত নিতে হবে।

৫. ভোট কেন্দ্র একাডেমিক ভবনে করতে হবে।

৬. ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা অতিদ্রুত প্রকাশ করতে হবে।

৭. গণমাধ্যমের অবাধ বিচরণ ও ভোটকেন্দ্রে লাইভ সম্প্রচার করতে দিতে হবে।

৮. জাতীয় ছাত্র সমাজসহ ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

৯. ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে।

১০. নির্বাচনী সরঞ্জাম ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে পৌছাতে হবে।

১১.স্বচ্ছ ব্যালট বাক্স ও নম্বর সম্বলিত ব্যালট পেপার ব্যবহার করতে হবে।

১২.প্রত্যেক ভোটারদের নির্বাচনী প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

১৩.বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সমস্ত কোর্স বন্ধ করতে হবে ও বাণিজ্যিক কোর্সের শিক্ষার্থীরা ভোটার হতে পারবে না।

১৪.বিনোদন সম্পাদক নাম পরিবর্তন করে সংস্কৃতি সম্পাদক ও ম্যাগাজিন সম্পাদক নাম পরিবর্তন করে সাহিত্য সম্পাদক করতে হবে।

১৫.পরিবহন সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, লাইবব্রেরী সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পাদক পদ সৃষ্টি করতে হবে।

এছাড়া রাকসু নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং সকল ক্রিয়াশীল সংগঠনের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির (লেলিন) নেতাকর্মীরা সংলাপে ১২ দফা দাবি জানান। এছাড়া রাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য তারা দুটি প্রস্তাবনা দেন।

তাদের দাবিগুলো হলো-

১. সকল শিক্ষর্থী যারা নিয়মিত হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদ ফি প্রদান করে তাদের ভোটাধিকার ও প্রার্থীতা নিশ্চিত করা।

২. সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে একটি পরিবেশ পরিষদ গঠন করা। প্রতিমাসে দুইবার সভা করা।

৩. ক্যাম্পাস এবং হলগুলোতে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।

৪. ধর্মভিত্তিক সকল প্রকার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা।

৫. হলগুলোতে প্রশাসনের তত্ত্ববধানে প্রথম বর্ষ থেকেই সকল শিক্ষার্থীর সিটের ব্যবস্থা করা।

৬. হলগুলোতে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের হল পর্যায়ের নেতাদের সঙ্গে সভা করে তাদের মতামতের ভিত্তিতে হলের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় নীতিমালা প্রণয়ন করা।

৭. নির্বাচনী আচরণ বিধি প্রণয়নে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সংগঠনের নেতৃবৃন্দকে যুক্ত করতে হবে।

৮. সকল ছাত্র সংগঠন এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠনের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে।

৯. ভোট কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপন করা।

১০. ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা।

১১.স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা এবং ব্যালট বাক্স ও ব্যালট পেপার ভোট গ্রহণের দিন কেন্দ্রে প্রেরণ করা। ভোট গ্রহণের আগে খালি বাক্স খুলে প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের দেখাতে হবে।

১২. নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম এবং এর কর্মীদের উপর কোন প্রকার নিয়ন্ত্রণ আরোপ করা চলবে না।

এ বিষয়ে রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বেশ কিছু যৌক্তিক দাবি জানিয়েছে। এমন কিছু দাবি জানিয়েছে যেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রয়ারি থেকে রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করে আসছে রাকসু সংলাপ কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়