শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত মাতা কি জয় স্লোগান শুধু নয়, সকলের জয় হোক, এটাই দেশপ্রেম, বললেন বেঙ্কাইয়া নায়ডু

রাশিদ রিয়াজ : ভারতের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু মনে করেন শুধু ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেওয়াটাই দেশাত্মবোধের পরিচয় হতে পারে না। যুব সমাজের উদ্দেশে তার বার্তা হচ্ছে, জাতি, সম্প্রদায়, গ্রাম-শহরের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন কাম্য নয়। সোমবার ভারতের উপরাষ্ট্রপতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়–য়াদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, কেউ যদি জাতি, ধর্ম, গ্রাম-শহরের ভিত্তিতে বিভাজন করে, তা হলে তার ‘ভারতমাতা কি জয়’ বলা উচিত নয়।’ বেঙ্কাইয়ার মতে, যুব সমাজের উচিত ‘নতুন ভারত’ গঠনকে পাখির চোখ করা। তার মতে, ভারত যে দিন দুর্নীতি, অশিক্ষা, ভয়, ক্ষুধা এবং জাতিগত বিদ্বেষ থেকে মুক্ত হবে, সে দিনই ‘নতুন ভারত’ তৈরি হবে। উপরাষ্ট্রপতির পরামর্শ, ধর্মান্ধতা, কুসংস্কার, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একজোট হতে হবে।

তবে ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়ার মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতারা বলেছেন, উপরাষ্ট্রপতির পুরনো দল বিজেপি দেশে সব চেয়ে বেশি জাতি এবং সম্প্রদায়ের ভিত্তিতে ঘৃণা ছড়িয়েছে। একাধিকবার অভিযোগ উঠেছে, ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জোর করে ‘ভারতমাতা কি জয়’ ম্লোগান দিতে বাধ্য করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। সম্প্রতি পশ্চিমবঙ্গেও সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভিক্ষুককে ওই স্লোগান দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ম করে জনসভাগুলোতে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন। যার মূল লক্ষ্য, দেশভক্তি প্রমাণ করা।

এমন এক প্রেক্ষাপটে দেশাত্মবোধ নিয়ে উপরাষ্ট্রপতির মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বেঙ্কাইয়া মনে করিয়ে দিয়েছেন, ঔপনিবেশিক মানসিকতা ছেড়ে প্রকৃত ইতিহাস, সংস্কৃতি জানতে হবে। সেটাই প্রকৃত দেশপ্রেম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়