শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বাদশ আইপিএলে সবচেয়ে দামি ৫ ভারতীয় ক্রিকেটার

শিউলী আক্তার : আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ২০১৯ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল যাচাই-বাচাই করছে বিশ্বকাপ স্কোয়াড। সেটা সহজ পথ হিসেবে বেচে নিয়েছে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরকে।

এবারের আইপিএলে ভারতের সবচেয়ে দামি পাঁচ ক্রিকেটার........

১. জাদব উনাড়কাত : তিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন। গত আসরে রাইজিং সুপারজায়েন্টের হয়ে খেলে আলোচনায় এসেছেন এই বোলার। এই আসরে রাজস্থান তাকে কিনেছে ৮.৪ কোটি রুপিতে যা বাংলাদেশী মুদ্রায় ১০ কোটি ৩৬ লাখ টাকা।

২. ভরুন চক্রবর্তী : ২৬ বছর বয়সী তামিলনাড়–র এই অলরাউন্ডর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন। নিলাম থেকে রয়্যালসের হয়ে খেলা ভরুনকে পাঞ্জাব দল নিয়েছে ৮.৪ কোটি রুপিতে যা টাকায় ১০ কোটি ৩৬ লাখ টাকা।

৩. শিভাম দুবে : ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল ভিড়িয়েছে। সাঈদ মোস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত খেলে বেশ আলোড়ন তৈরি করেছেন মুম্বাইয়ের এই অলরাউন্ডার। বিরাট কোহলির দল তাকে কিনেছে ৫ কোটি রুপিতে। বাংলাদেশি ৬ কোটি ১৬ লাখ টাকা।

৪. মুহিত শর্মা : ২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত পারফর্মেন্স করলেও ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়ে আর জাতীয় দলে ফেরা হয়নি মুহিতের। সম্প্রতি তার আগের পারফর্মেন্স ফিরে এসেছে। আসন্ন মৌসুমে মাহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাই সুপার কিংস তাকে নিয়েছে। ৫ কোটি রুপিতে চেন্নাই তাকে কিনেছে যা টাকায় ৬ কোটি ১৬ লাখ টাকা।

৫. অক্ষর প্যাটেল : পারফরম্যান্স ভালো না থাকায় জাতীয় দল থেকে ছিটকে যান এই অলরাউন্ডার। কঠোর পরিশ্রম করে আবার আগে রুপে ফিরেছেন তিনি। গত আসরে পাঞ্জাবের হয়ে খেলেছেন। এই আসরে ৫ কোটি রুপিতে দিল্লী ক্যাপিটালস তাকে দলে নিয়েছে। ৬ কোটি ১৬ লাখ টাকা হয় বাংলাদেশী মুদ্রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়