শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’

আবু সুফিয়ান রতন : ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পায় ভাষার মাস ফেব্র“য়ারিতে। ছবিটির এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় বঙ্গভবনের দরবার হলে গত ১৫ ফেব্র“য়ারি। মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৯৫২ সালের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটি দর্শক, সমালোচক এবং বোদ্ধামহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এখনো দেশে ও দেশের বাইরে বেশকিছু সিনেপ্লেক্সে চলছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ১১৬তম এই চলচ্চিত্রটি। তবে সবচেয়ে চমকের খবর হচ্ছে, স্বনামধন্য পরিচালক তৌকীর আহমেদ পরিচালিত আলোচিত এই চলচ্চিত্রটি আজ (১৫ মার্চ) থেকে দেখা যাবে অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে।

এ উপলক্ষ্যে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় ১৪ মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই-এর পরিচালক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং ‘ফাগুন হাওয়ায়’-এর নির্মাতা তৌকীর আহমেদ। আইফ্লিক্সের পক্ষে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া এবং আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম। এ সময় উপস্থিত ছিলেন ‘ফাগুন হাওয়ায়’-এর জুটি তিশা ও সিয়াম এবং ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন।

মুক্তির এক মাসের মধ্যে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম আইফ্লিক্স-এ ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি মুক্তির প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ইমপ্রেস বরাবরই দেশীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র নির্মাণ করে আসছে। মুক্তিযুদ্ধের উপর একক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। তবে ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র নির্মাণের যে অভাব দীর্ঘদিন ধরে ছিলো, ‘ফাগুন হাওয়ায়’ এর মধ্য দিয়ে সেই অভাব কিছুটা হলেও ঘুচলো। আর এ কারণেই হলে মুক্তির পর পরই আরো বেশি মানুষের কাছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ এর সুবাতাস ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

যেন দেশে ও দেশের বাইরে তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দেখে একটু হলেও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কিছুটা হলেও আঁচ করতে পারে।’
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। গত ১৫ ফেব্র“য়ারি দেশজুড়ে মুক্তি পায় সময়ের আলোচিত এ চলচ্চিত্রটি। দেশে মুক্তির পর চলচ্চিত্রটি এখন চলছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়