শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পরীক্ষা করবে ফ্রান্স

লিহান লিমা: ইথিওপিয় এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান বোয়িং ৭৩৭ম্যাক্স ৮ এর ব্ল্যাকবক্সটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইথিওপিয় এয়ারলাইন্স এই তথ্য নিশ্চিত করে। গার্ডিয়ান, আল জাজিরা

ফ্রান্সের সিভিল এভিয়েশন সেফটির (বিইএ) মুখপাত্র বলেন, ‘ব্ল্যাকবক্সের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার এর তথ্য প্রথম পর্যায়ে উদঘাটন করতে কয়েকদিন সময় লাগবে।’ তবে তিনি আরো জানান, ব্ল্যাকবক্সটি কতটা সুরক্ষিত রয়েছে তা অবগত নন তিনি। ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষনের আন্তর্জাতিক আইন অনুসারে ইথিওপিয় দল এই পরীক্ষা-নিরীক্ষার নেতৃত্ব দেবে। ফ্রান্সের বিইএ পরামর্শক হিসেবে এই দলের সঙ্গে থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার ইথিওপিয়া জানিয়েছিলো, ব্ল্যাকবক্সে রেকর্ডকৃত ফ্লাইটের তথ্য উদঘাটনে পর্যাপ্ত প্রযুক্তি না থাকায় ইউরোপের কোন দেশে এটি পরীক্ষনের জন্য পাঠাবে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকবক্স পরীক্ষা করা হবে কি না এটি নিয়ে কথা উঠেছিলো। তবে বোয়িং মার্কিন কোম্পানি হওয়ায় ব্রিটেনের কেলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়ো এলো বলেন, ‘ফ্লাইট ডেটা রেকর্ডার যুক্তরাষ্ট্রে পাঠানোর অর্থ যাদের এই ঘটনায় বৃহত্তর স্বার্থ রয়েছে তাদেরকেই বিচারের সুযোগ করে দেয়া।’

সোমবার দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের ৬ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। এই দুর্ঘটনায় নিহত হন ৪০টির’ও বেশি দেশের ১৫৭জন। দূর্ঘটনার আগে বিমানের পাইলট ক্রুটি সম্পর্কে জানিয়ে ফিরে আসতে চেয়েছিলেন, তাকে ফিরে আসার অনুমতিও দেয়া হয়েছিলো। ছয়মাস আগে অক্টোবরে ইন্দোনেশিয়ায় একই মডেলের বিমান দূর্ঘটনায় নিহত হন ১৮৯জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়