শিরোনাম
◈ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের ◈ ট্রাম্পের জয়কে বাংলাদেশের আঙ্গিকে ভারত যেভাবে দেখছে ◈ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক: ম্যাথিউ মিলার ◈ শীতকাল এবার কেমন হবে-জানালেন আবহাওয়াবিদরা ◈ লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ড গঠন ◈ আইপিএলে মোস্তাফিজ ২ কোটি, সাকিব-মিরাজ কত…? ◈ পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ, সেখানকার শান্তির জন্য যা দরকার তাই করা হবে: সেনাপ্রধান (ভিডিও) ◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা!

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বউ কিনতে বেশি খরচে আদালতও চিন্তিত!

রাশিদ রিয়াজ : চীনে কয়েক বছর আগে পর্যন্ত পাত্রীপক্ষের দাবি সীমিত ছিল ১১,০০০ ইউয়ান বা ১,৬৩৯ ডলারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হবু জামাইয়ের কাছে দেড় কেজি ১০০ ইউয়ানের নোট, গাড়ি এবং বাড়ির দাবি করছেন পাত্রীর অভিভাবকরা। চীনে এখন বিয়ে করা মানে বিপুল খরচের ধাক্কা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ, শেয়ার বাজারে ধস ও অর্থনৈতিক মন্দার কারণে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ায় চলতি বছরে চীনে জাতীয় অর্থনীতি ফের হোঁচট খাওয়ার জেরে মনমতো পাত্রী খুঁজে পাওয়া দায়। টাইমস অব ইন্ডিয়া

দেশটিতে গ্রামাঞ্চলে মাথাপিছু গড় আয়ের পরিমাণ দাঁড়িয়েছে বছরে ১৫,০০০ ইউয়ান বা ২,২৩৪ ডলার। শহরে এই পরিমাণের প্রায় তিন গুণ আয় হয় বলে সমীক্ষায় জানা গিয়েছে। বিবাহেচ্ছুক পাত্রদের সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে দেশটির শাংঝি প্রদেশের তাইয়ুন শহর কর্তৃপক্ষ। কিন্তু তারপরও চীনের সার্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত বাড়ছে কন্যাপণের মূল্য। হবু শ্বশুরের দাবি মেটাতে হিমশিম খাচ্ছেন বিয়ে করতে ইচ্ছুক পাত্র। এমনই জানিয়েছেন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে অংশগ্রহণকারী এক সদস্য।

ঝ্যাং কিংবিন নামে ওই জাতীয় জনগণ কংগ্রেসের সদস্য জানিয়েছেন, চীনের উত্তর ও দক্ষিণ প্রান্তে বিয়ে করতে হলে পাত্রকে প্রায় ৭ লাখ ইউয়ান খরচের জন্য তৈরি থাকতে হচ্ছে। তার মতে, ‘গ্রামাঞ্চলে দারিদ্রের কারণে সম্প্রতি কন্যাপণের বোঝা মারাত্মক আকার ধারণ করেছে।’

চলতি বছরে জাতীয় অর্থনীতি ফের হোঁচট খাওয়ার জেরে মনোমতো পাত্রী খুঁজে পাওয়া দায়। এর উপর রয়েছে, অবিবাহিত যুবকদের চীনের গ্রাম্য সমাজে নিরন্তর গঞ্জনা সহ্যের রীতি। এই পরিস্থিতির জন্য মেয়ের বাবা-মায়ের কাঁধে দোষ চাপিয়েছেন ঝ্যাং। তার অভিযোগ, অতিরিক্ত লোভের কারণে বহু যুবককে তারা হতাশার মুখে ঠেলে দিচ্ছেন।

এরপরও বিবাহেচ্ছুক পাত্রদের সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা করা ছাড়াও শাংঝি প্রদেশের তাইয়ুন শহর কর্তৃপক্ষ নববিবাহিতদের বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা, ভোজসভা ও মধুচন্দ্রিমায় ভ্রমণের খরচ ছাড়াও নতুন সংসার পাতার জন্য গেরস্থালির জিনিসপত্রের খরচ যোগাচ্ছে। সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়