শিরোনাম
◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানের হয়ে ডিপিএল খেলবেন পাকিস্তানের সালমান বাট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে বিদেশি অনেক ক্রিকেটারকে দলে ভিড়েছে কøাব গুলো। নতুন করে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিলেন পাকিস্তানের ক্রিকেটার সালমান বাটকে। ডিপিএলে খেলার জন্য সালমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বা অনাপত্তিপত্র পেয়েছেন।

লিস্ট ‘এ’ মর্যাদার আসর ডিপিএলে মোহামেডানের হয়ে বাট খেলবেন পুরো টুর্নামেন্টেই। ইতোমধ্যে যদিও দলটি দুই রাউন্ডের খেলা শেষ করেছে, আর একদিন পরই নামবে তৃতীয় রাউন্ডের ম্যাচে। বিগত দুটি ম্যাচেই মোহামেডান জয় পেয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান করছে।

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে স্পট ফিক্সিং কেলেঙ্কারির মূল হোতা বাট আরব আমিরাতের একটি স্বীকৃতিহীন টুর্নামেন্টে খেলে দুর্নাম কুড়িয়েছিলেন। তবে এবার ডিপিএএলে অংশগ্রহণ আবারও তাকে এনে দিয়েছে ইতিবাচক আলোচনার অংশ হওয়ার সুযোগ।

নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরার পর এবারই প্রথম দেশের বাইরের কোনো লিস্ট ‘এ’ ক্যাটাগরির টুর্নামেন্টে খেলা হচ্ছে বাটের। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন- ‘অনেক বছর পর বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক ভালো মানের একটি ক্রিকেট খেলুড়ে দেশে পরিণত হয়েছে। তারা অনেক উন্নতি করেছে এবং নিজেদের সামর্থ্য বারবার প্রমাণ করেছে। এটি কিন্তু হয়েছে প্রতিদ্ব›দ্ধীতাপূর্ণ ঘরোয়া ক্রিকেটের কাঠামোর কারণেই।’

তিনি আরো বলেন, ‘মোহামেডান ক্লাবটির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। অতীতে অনেক পাকিস্তানি কিংবদন্তী দলটির হয়ে খেলেছেন। আশা করি আমি দলটির হয়ে অবদান রাখতে পারবো।’

মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্তা ওয়াসিম খান বলেন, ‘সে ভালো ফর্মে রয়েছে। তাই আমরা আশা করছি সে আমাদের জন্য কার্যকরী হবে। সালমানকে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই পাচ্ছি। তাকে খেলতে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’

প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট ফিক্সিংয়ের অভিযোগে অধিনায়কত্ব হারানোর আগে জাতীয় দলের জার্সি গায়ে ৩৩টি টেস্ট ও ৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়