রাশিদ রিয়াজ : বর্তমানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বিনিয়োগকৃত সম্পদের পরিমান ৪০ বিলিয়ন মার্কিন ডলার, ফোর্ড ফাউন্ডেশনের ১২ বিলিয়ন মার্কিন ডলার। আর ভারতের শীর্ষ ধনী আজিম প্রেমজি সমাজসেবামূলক কাজে তার দানের পরিমাণ গিয়ে দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার কোটি টাকায় (২১ বিলিয়ন মার্কিন ডলার)। এই ঘোষণার পরেই বিশ্বের অন্যতম বৃহৎ ফাউন্ডেশনের তালিকায় নাম লেখাল আজিম প্রেমজির সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন। ২৫৫.৪০ থেকে ২৬০.৭৮ টাকার প্রাইস ব্যান্ডে উইপ্রো সংস্থার ১.৮ থেকে ২.৭ কোটি শেয়ার বিক্রি করে প্রায় ১০২ মিলিয়ন মার্কিন ডলার উঠে আসবে বলেই জানানো হয়েছে।
আজিম প্রেমজি প্রথম ভারতীয় যিনি বিল গেটস এবং ওয়ারেন বাফের শুরু করা ‘দি গিভিং প্লেজ’ উদ্যোগে শরিক হয়েছেন। এই উদ্যোগের শরিক হয়ে বিশ্বের ধনকুবেররা প্রতিজ্ঞা করেন তাদের সম্পদের ৫০ শতাংশ দান করবেন সমাজের উন্নতির জন্যে।
তিনটি বিশেষ ক্ষেত্রে কাজ করে এই ফাউন্ডেশন সরকারি স্কুলের মান উন্নয়ন, আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের পড়–ুয়াদের বড় অংকের ভর্তুকি দেওয়া এবং বিশেষ কিছু অঞ্চলের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে আর্থিক সাহায্য করা। এনডিটিভি