শিরোনাম

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীরা জমা দিলেন সম্পদের হিসাব

তন্ময় আলমগীর : ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন পাঁচটি দপ্তর এবং ৬৪ জেলায় কর্মরত ১৭ হাজার ৫৭৬ জন কর্মচারীর মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন ১৭ হাজার ২০৮ জন। বাকি ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত ও দীর্ঘ মেয়াদে ছুটিতে থাকায় জমা দিতে পারেননি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রথম আলো

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সম্পদ বিবরণী জমা দেয়ার ফলে অনিয়ম ও দুর্নীতি করতে সবাই নিরুৎসাহিত হবেন। এখন থেকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কর্মসূচি চলমান থাকবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করার মাধ্যমে পর্যায়ক্রমে ভূমি অফিস দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।’

১২ জানুয়ারি চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

২৭ ফেব্রুয়ারি সারা দেশে অনলাইনে খতিয়ান অবমুক্ত করার কাজ শুরু করে ভূমি মন্ত্রণালয়। এর আগে ১২ ফেব্রুয়ারি ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই সারা দেশেই ই-নামজারি কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়