শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথাসাহিত্যিক সেলিনা হোসেন নারী দিবসে উন্মোচন করলেন ‘বিউটি সার্কাস’-এর পোস্টার

সাইফুল বাতেন টিটো: নারী দিবসে প্রকাশিত হলো চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টার উন্মোচন করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মাহমুদ দিদারের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় নায়িকা জয়া আহসান। সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রামের লড়াই নিয়ে সরকারী অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’।

শুক্রবার (৮ মার্চ) রাতে পোষ্টারটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত বিউটি সার্কাসের পোস্টার উন্মোচন করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বিউটি সার্কাস সিনেমাটির গল্প আমি শুনেছি। এই চলচ্চিত্রের গল্পটি আমার মনকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো, পাশাপাশি আমাদের দায়বদ্ধতার বিষয়েও এটা আমাদের স্বপ্নের কাজ হলো। আমি মাহমুদ দিদারসহ এই ফিল্মের সবাইকে শুভেচ্ছা জানাই এই চমৎকার বিষয় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের জন্য।’

বিউটি সার্কাস নিয়ে প্রবীণ এই কথাসাহিত্যিক আরও বললেন, ‘আমার বিশ্বাস ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটি যারা দেখবেন, এর শিল্পমান তাদের হৃদয়কে আনন্দিত করবে। পাশাপাশি এই চলচ্চিত্রের যে অর্ন্তগত প্রত্যাশা সেটা সবাইকে আলোকিত করবে।”
পোস্টার উন্মোচন নিয়ে ‘বিউটি সার্কাস’-এর নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নারী দিবস উপলক্ষে চলচ্চিত্রটির প্রধান চরিত্র ‘বিউটি’কেই প্রাধান্য দেয়া হয়েছে পোস্টারটিতে। এটির নকশা করেছেন সোহেল আনাম।’

সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ফার্স্টলুক টিজার দারুণ সাড়া মিলেছে দর্শকমহলে।

এর প্রতিক্রিয়ায় মাহমুদ দিদার বলেন, ‘টিজারে মানুষের অভাবনীয় সাড়া পেয়েছি। এটা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। যথাযথ নির্মাণ শেষে দর্শকের সামনে উপস্থাপন করার দায়িত্ব গাঢ়ভাবে অনুভব করছি। আশা করছি দর্শক ছবিটির পাশে থাকবেন।’

এর কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়