শিরোনাম
◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার লাদেন পুত্রের খোঁজে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : হামজা বিন লাদেনের খোঁজে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তিনি উগ্রপন্থী গ্রুপ আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের পুত্র। এবং হামজা এখন সংগঠনটির অন্যতম প্রধান নেতা বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি, আল-জাজিরা, ইয়ন, এনডিটিভি

ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের কোয়েটায় হত্যা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। মার্কিন দাবির প্রেক্ষিতে, পিতা হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলা চালাতে হামজা তার অনুসারীদের আহ্বান জানিয়েছে আসছেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তিনি অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে প্রতিনিয়ত আল-কায়েদার সদস্যদের মার্কিন বিরোধী হামলা পরিচালনার আহ্বান জানান বলে দেশটি দাবি করেছে।

আনুমানিক ৩০ বছর বয়সী হামজাকে ২ বছর আগে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। তিনি মোহাম্মদ আতার মেয়ে বিয়ে করেছেন যার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যকেন্দ্রে হামলায় ব্যবহৃত বিমানগুলোর একটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

হামজা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কোথাও লুকিয়ে থাকতে পারেন। তবে তিনি ইরানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই তাকে যেভাবেই হোক খুঁজে পেতে হবে। এজন্য তথ্যদাতাকে প্রায় ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্টেন্স সেক্রেটারি মাইকেল এভানফ।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে হামলায় হয় এবং তাতে ৩ হাজার লোকের প্রাণহানি হয়। আল-কায়েদা নেতা লাদেনই ওই হামলার অনুমোদন দিয়েছেন বলে ঘটনার পরই যুক্তরাষ্ট্রের পক্ষ্য থেকে দাবি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়