শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে শাহ আলমগীরের তৃতীয় জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেসক্লাব চত্বরে জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রেসক্লাব চত্বরে তার জানাজা হয়। এতে তার সহকর্মী, সাংবাদিক নেতারা ছাড়াও শুভানুধ্যায়ীরা অংশ নেন। খবর বাংলা নিউজ।

এর আগে সদ্য প্রয়াত শাহ আলমগীরকে শেষ শ্রদ্ধা জানানো হয়। দুপুর দেড়টায় রাজধানীর গোড়ানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটায় মরদেহ নেয়া হয় শাহ আলমগীরের কর্মস্থল পিআইবি কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা হয়।

পিআইবি ও মরহুমের পারিবারিক সূত্র জানায়, প্রেসক্লাবে জানাজা শেষে শাহ আলমগীরের মরদেহ উত্তরা-১২ নম্বর সেক্টরে নেয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে সেখানকার গণকবরস্থানে তাকে দাফন করা হবে।

সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর। গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন (২২ ফেব্রুয়ারি) নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

এদিকে বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়