শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনাম সম্মেলনে প্রথমবারের মতো বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাব দিলেন কিম

দুর্জয় চক্রবর্তী : প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। খুব সম্ভবত এটিই তার প্রথম কিম কোনও বিদেশি সাংবাদিকের প্রশ্নে সাড়া দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠকের প্রথম অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি যা একটি নজিরবিহীন ঘটনা। সিএনএন
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কিনা, ওয়াশিংটন পোস্টের ডেভিড নাকামুরার এ প্রশ্নের উত্তরে অনুবাদকের সাহায্যে কিম বলেন, ‘এখনই এ প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ একটু হঠকারিতা হয়ে যায়। তবে আমি বলবো যে আমি নৈরাশ্যবাদী নই।’ এরপর কিছুক্ষণের জন্য নীরবতা পালন করে কিম বলেন, ভালো কিছুই আশা করছেন তিনি।


আরেকজন সংবাদকর্মী তাকে প্রশ্ন করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মানবাধিকার নিয়ে আলাচনা করবেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, তারা সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা করবেন।
সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে কিম বলেন, ‘আগ্রহী না হলে আমি এখানে আসতাম না।’
কিমের জবাবের পর ট্রাম্প নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এর থেকে ভালো কোন জবাব হতে পারে না।’
একটি কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রব্যবস্থার প্রধান কিমকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ছাড়া অন্য কোন গণমাধ্যম থেকে কোন প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এর আগে বিদেশি গণমাধ্যমের প্রশ্নের জবাবে নীরবতা পালন করেছিলেন কিম।
উল্লেখ্য, ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্ ’ এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান ১৮০ তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়