শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনাম সম্মেলনে প্রথমবারের মতো বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাব দিলেন কিম

দুর্জয় চক্রবর্তী : প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। খুব সম্ভবত এটিই তার প্রথম কিম কোনও বিদেশি সাংবাদিকের প্রশ্নে সাড়া দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠকের প্রথম অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি যা একটি নজিরবিহীন ঘটনা। সিএনএন
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কিনা, ওয়াশিংটন পোস্টের ডেভিড নাকামুরার এ প্রশ্নের উত্তরে অনুবাদকের সাহায্যে কিম বলেন, ‘এখনই এ প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ একটু হঠকারিতা হয়ে যায়। তবে আমি বলবো যে আমি নৈরাশ্যবাদী নই।’ এরপর কিছুক্ষণের জন্য নীরবতা পালন করে কিম বলেন, ভালো কিছুই আশা করছেন তিনি।


আরেকজন সংবাদকর্মী তাকে প্রশ্ন করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মানবাধিকার নিয়ে আলাচনা করবেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, তারা সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা করবেন।
সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে কিম বলেন, ‘আগ্রহী না হলে আমি এখানে আসতাম না।’
কিমের জবাবের পর ট্রাম্প নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এর থেকে ভালো কোন জবাব হতে পারে না।’
একটি কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রব্যবস্থার প্রধান কিমকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ছাড়া অন্য কোন গণমাধ্যম থেকে কোন প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এর আগে বিদেশি গণমাধ্যমের প্রশ্নের জবাবে নীরবতা পালন করেছিলেন কিম।
উল্লেখ্য, ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্ ’ এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান ১৮০ তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়