শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরুল আনোয়ার মনে করেন, যে কোনো কাজ করার আগে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে

খায়রুল আলম : নিরাপত্তা বিশ্লেষক, সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজ হোক বা অন্য কোনো কাজ হোক, তা করতে গেলে প্রথমে জনগণের নিরাপত্তার কথা ভাবতে হবে। জনগণের নিরাপত্তা ঠিক রেখে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চকবাজারে দুর্ঘটনা ঘটার পরে মানুষ বলছে নিমতলী দুর্ঘটনার পরে কেন সেখান থেকে কেমিক্যাল ব্যবসা সরানো হলো না। আবার এখন সরাতে যাচ্ছে তাও বলছে কেন তাড়াহুড়ো করে সরানো হচ্ছে। সমস্যা হচ্ছে আমরা সব দিকেই কথা বলি। সমালোচকরা যেকোনো ইস্যু ধরেই সমালোচনা করে। তবে এটি ঠিক যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা ও বিভিন্ন কারখানা সরানো প্রয়োজন। কিন্তু আমাদের তো আর এমন জায়গা রিজার্ভ নেই, যেখানে চাইলে কেমিক্যাল ব্যবসাটি সরানো সম্ভব। সব জায়গায়ই মানুষের বসবাস আছে। যারাই চাইছে এখনই পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসাটি সরানো উচিত, তারা কী এটি চিন্তা করে, পরিকল্পনাবিহীন সরালে আবারও একটি দুর্ঘটনা ঘটতে পারে। সব দিকেই বিপদ। তাই পরিকল্পনা করে সরালে ভালো হতো। যেহেতু সে পরিবেশটি এখন নেই, তাই এখন কোনো রকম সরিয়ে পরে একটি সুন্দর পরিকল্পনা করে নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসাকে দাঁড় করানোর সুযোগ দিতে হবে। একটি বসতি এলাকাতে কোনো ধরনের কলকারখানা থাকাই উচিত নয়। মূল সমস্যা হচ্ছে আমাদের কর্তৃপক্ষের। তারা পরিকল্পনা মোতাবেক কাজ করে না। পরিকল্পনা থাকলেও একটা সময় বিভিন্ন মহলের চাপে পরিকল্পনাটি ঠিক রাখতে পারে না। কর্তৃপক্ষ ঠিক থাকলে সবই ঠিক থাকবে। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষকে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশে সব ধরনের দুর্ঘটনা রোধ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়