রিয়াজ হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত সতন্ত্র জোট প্যানেল ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে টিএসসি ক্যাফেটেরিয়ায় প্যানেল ঘোষণা করা হয়।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অরণি সেমন্তি খান ভিপি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শাফী আব্দুল্লাহ জিএস, অর্থনীতি বিভাগের অমিত প্রমানিককে এজিএস পদে মনোনায়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষাণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য। এর মাধ্যেমে শিক্ষার্থীরা যেন নিজেদের অধিকার নিজেরা নিশ্চিত করতে পারে।