শিরোনাম
◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি  ◈ বিএনপিতে যোগ দিলেন শহিদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ ◈ তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার ◈ এবার মেডিকেল শিক্ষকদের জন্য সুখবর! ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণ জানাল সরকার ◈ এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে ◈ দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ◈ বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান ছিনতাই রহস্য সরকারকে উদ্ঘাটন করতে হবে, বলেছেন তারেক শামসুর রেহমান

কেএম নাহিদ : আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. তারেক শামসুর রেহমান বলেন, বিমান ছিনতাই নিয়ে এখনো অস্পতা রয়ে গেলো। সরকারের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকম কথা শুনা যাচ্ছে। এখানে সমম্নয়হীনতার অভাব দেখা যাচ্ছে। সোমবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শামসুর রেহমান বলেন, বিমান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম পুলিশ প্রধান বলছে, ছিনতাইকারীর কাছে খেলনা পিস্তল ছিলো। বিমানের যাত্রীরা বলছেন তারা গুলির শব্দ শুনেছেন। এখন প্রশ্ন, খেলনা পিস্তলে গুলি এলো কিভাবে। আর একটি প্রশ্ন, এতো স্ক্যানিং করার পর কিভাবে পিস্তল ঢুকলো। এটা শুধু আমাদের নিরাপত্তাকে না। বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এতে আমাদের বিমানবন্দরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, বলেন তিনি।

তিনি বলেন, সরকারকে এখন দায়িত্ব নিতে হবে বিষয়টি কিভাবে জনগণের কাছে পরিস্কার করবে, সঠিক তদন্ত কমিশন করে। ঠিক রিপোর্ট জনগণের সামনে পেশ করতে হবে। হালকাভাবে দেখার বিষয় না এটি। আমাদের এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া অনেক প্রতিবেদন হয়েছে। তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি। এই বিষয়টা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন হয়ে যেনো না দাঁড়ায়। কারণ যেকোন বিষয় আমরা হালকাভাবে নেই, পরে দেখা যায় আমাদের নিজেদের অনেক ক্ষতি করে ফেলি ।

তিনি বলেন, অনেক সময় ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে আমরা নিরাপত্তার ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করি যা আমাদের কারো কাম্য না। কারণ ভিআইপি থাকেন একজন, তার সাথে অন্যরা এসে নিরাপত্তায় বিঘ্ন ঘটায় আমাদেরকে। ভিআইপিদের এই বিষয়টি কড়া ভাবে নজর দিতে হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়