শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাস্টন ভিলাকে ৪-১ গো‌লে হারা‌লো আর্সেনাল  ◈ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ (ভিডিও) ◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান ছিনতাই রহস্য সরকারকে উদ্ঘাটন করতে হবে, বলেছেন তারেক শামসুর রেহমান

কেএম নাহিদ : আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. তারেক শামসুর রেহমান বলেন, বিমান ছিনতাই নিয়ে এখনো অস্পতা রয়ে গেলো। সরকারের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকম কথা শুনা যাচ্ছে। এখানে সমম্নয়হীনতার অভাব দেখা যাচ্ছে। সোমবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শামসুর রেহমান বলেন, বিমান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম পুলিশ প্রধান বলছে, ছিনতাইকারীর কাছে খেলনা পিস্তল ছিলো। বিমানের যাত্রীরা বলছেন তারা গুলির শব্দ শুনেছেন। এখন প্রশ্ন, খেলনা পিস্তলে গুলি এলো কিভাবে। আর একটি প্রশ্ন, এতো স্ক্যানিং করার পর কিভাবে পিস্তল ঢুকলো। এটা শুধু আমাদের নিরাপত্তাকে না। বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এতে আমাদের বিমানবন্দরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, বলেন তিনি।

তিনি বলেন, সরকারকে এখন দায়িত্ব নিতে হবে বিষয়টি কিভাবে জনগণের কাছে পরিস্কার করবে, সঠিক তদন্ত কমিশন করে। ঠিক রিপোর্ট জনগণের সামনে পেশ করতে হবে। হালকাভাবে দেখার বিষয় না এটি। আমাদের এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া অনেক প্রতিবেদন হয়েছে। তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি। এই বিষয়টা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন হয়ে যেনো না দাঁড়ায়। কারণ যেকোন বিষয় আমরা হালকাভাবে নেই, পরে দেখা যায় আমাদের নিজেদের অনেক ক্ষতি করে ফেলি ।

তিনি বলেন, অনেক সময় ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে আমরা নিরাপত্তার ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করি যা আমাদের কারো কাম্য না। কারণ ভিআইপি থাকেন একজন, তার সাথে অন্যরা এসে নিরাপত্তায় বিঘ্ন ঘটায় আমাদেরকে। ভিআইপিদের এই বিষয়টি কড়া ভাবে নজর দিতে হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়