শিরোনাম
◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত? ◈ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর! ◈ নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন আহমদ ◈ কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, জরুরি অবতরণেও নিষেধাজ্ঞা জারি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত  ◈ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের পদচারনায় মূখর পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি

জাবের হোসেন: পর্যটকদের পদচারনায় মূখর পাহাড়ি সৌন্দর্যের শহর রাঙ্গামাটি। শহরের যান্ত্রিকতা এড়িয়ে নৈসর্গিক প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে দেশের নানা এলাকা থেকে ভিড় করছে মানুষ। গেল কয়েকদিন থেকে পুরো শহর পর্যটকদের পদচারনায় মুখর। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটক মুগ্ধ পাহাড়ের অপার সৌন্দর্যে। কাপ্তাই হ্রদ, পর্যটনের ঝুলন্ত সেতু, পলওয়েল, ডিসি বাংলোসহ নানা স্পটে এখন পর্যটকদের সরব উপস্থিতি। চ্যানেরল২৪
পর্যটকরা বলেন, এখানে অনেক সুন্দর জায়গা আছে দেখে ভালো লেগেছে, অনেক আনন্দ করলাম। বিশেষ করে কাপ্তাই হ্রদ আর ঝুলন্ত ব্রিজ সুন্দর লেগেছে।

প্রতি বছর রাঙ্গামাটি জেলায় প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটলেও গত তিন দিনে ১ লাখেরও বেশি পর্যটকের আগমন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি পর্যটক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল-মোটেলগুলোকে। তাতে গেল তিনদিন বেশিরভাগ পর্যটক কক্ষই বরাদ্দ পায়নি। এরমধ্যে আগামী বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত পর্যটন কর্পোরেশনের সব কক্ষ বুকিং রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হোটেল কর্মকর্তারা জানান, এখন পর্যটকদের প্রচুর ভিড়, আমাদের এখানে যে পরিমান পর্যটক আসছে তার তিনগুন ফেরত গেছেন, জায়গা দিতে পারিনি। আশা কিরি পরবর্তীতেও যদি এতো পরিমান পর্যটক আসে তাহলে আমরা বিগত দিনের লোকসান পুশিয়ে নিতে পারবো। স্থানীয় দোকানদার জার্সন বলেন, অনেক পর্যটক আসছে যার ফলে আমাদের বিক্রি ভালো হচ্ছে। বসন্তের সময় পর্যটকদের আগমন বেশি থাকে।

বিপুল পর্যটকের আগমনে নিরাপত্তাও জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। পুলিশ জানান, আমরা তৎপর আছি, যেন পর্যটকরা সুন্দর ভাবে পরিবার নিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তাদের সব ধরনের সুযোগ সুবিধায় আমরা তৎপর আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়