শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে : একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ টায় দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ পতাকা উত্তোলন করেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতিসৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তারা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, চাঁদপুর জেলা সমিতি, যশোর জেলা সমিতি, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনসহ নানা পেশাজীবী প্রবাসী বাঙ্গালীরা।
দূতাবাসের শ্রম শাখার ২য় সচিব মো: ফরিদ আহমদের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন এয়ারকমডোর মো: হুমায়ূন কবির, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম মো: জাহিরুল ইসলাম এবং প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্য) মো: রাজিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারি মাসুদ হোসেন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন।
এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ কমিটির সদস্য নাসির জামিল, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ সভাপতি দাতু আক্তারসহ সাধারণ সম্পাদক শাহীন সরদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক রাশেদ বাদল, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধূরী, শফিক চৌধূরী, হুমায়ূন কবির, কবি আলমগীর, নূর মোহাম্মদ ভূইয়া, শওকত হোসেন তিনু ও অঙ্গসংগঠনসহ দেশটিতে কর্মরত ইলেক্ট্রনিকস/প্রিন্ট মিডিয়া, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
এদিকে চকবাজার অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ও নিহত স্বজনদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা।