শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করবেন সানাই

বিনোদন প্রতিবেদক: সামাজিক মাধ্যমে অপেশাদার ও আপত্তিকর ভিডিও ও কনটেন্ট ছড়ানোর কারণে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে গত রোববার (১৭ফেব্রুয়ারি) বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিএমপির সাইবার সিকিউরিটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর মুচলেকায় মুক্তি মেলে সানাইয়ের। তবে তার গ্রেফতার হওয়ার পরপরই তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘এদের মতো অসভ্য কুলাঙ্গারগুলো জন্য সবার নাম খারাপ হয়! সে (সানাই) নাকি অভিনেত্রী! কিসের অভিনেত্রী? কোথায় কাজ করেছে? কোনও নাটক? কোনও সিনেমা? শুধু শুধু এটেনশনের জন্য মিডিয়ার নাম বিক্রি! কেনও কার নামের পাশে অভিনেত্রী যোগ করা হলো?’

তিনি আরো লিখেছেন, ‘এসব অশালীন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয়। আর আমাদের মিডিয়া, যত ফকিন্নি/ঝকিন্নি আছে সেগুলো নিয়ে মাতামাতি করে! কেনও এদের ভাইরাল করতে হবে?’

ফারিয়ার এসব মন্তব্যের প্রেক্ষিতে সানাই তার ফেসবুক পেইজে লিখেছেন, ’আমি বাংলাদেশের আইনকে অসম্ভব সম্মান করি এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান। শবনম ফারিয়া নামের একজন মডেল গতকালকে আমাকে নিয়ে যে অসভ্য ভাষায় ফেসবুকে ওপেন পোস্ট দিয়েছে এটা কি আইনের আওতায় আসেনা?

একজন মানুষ হিসেবে মানুষের ভুল হতেই পারে এবং আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ও তার আইন আছে, ভুল ধরার সে কে? তাকে কে দায়িত্ব দিয়েছে? ঠিক আছে, আমি তারকা মডেল সানাই। আমাকে নিয়ে যে কেউ পোস্ট দিতেই পারে। তারকাদের লাইফ নিয়ে মানুষের জানার আগ্রহ নতুন কিছু না, একজন সাধারন মানুষ হিসেবে সেও আমার লাইফ নিয়ে মন্তব্য করতে পারে কিন্ত কোন অবস্থায় অসভ্য ভাষা ব্যবহার করতে পারে না এবং আমার মা, বাবা কে নিয়ে অসভ্য ভাষা ব্যবহার করতে পারে না।

আমি বাংলাদেশ সাইবার অপরাধ নিরাপত্তা বিভাগের কাছে বলছি, আপনারা তার পোস্টটি দেখেন এবং পোস্টের ভাষাগুলো দেখেন, সে কি একজন নাগরিক হয়ে আর একজন নাগরিককে এগুলো ভাষা ব্যবহার করে গালি দিতে পারে? তাকে গালি দেওয়ার অধিকার কে দিয়েছে? তাও আবার ফেসবুকে? ফেসবুক কি গালি দেওয়ার জায়গা?

বিজ্ঞ সাইবার অপরাধ নিরাপত্তা ইউনিট আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, সে কোন অবস্থায় আমার মা-বাবা কে গালি দিতে পারেনা তাও আবার ফেসবুকে ওপেন পোস্ট দিয়েছে। আমার মা-বাবা কোন দোষ করেনি, আমি এর সুষ্ঠু বিচার আশা করছি এবং আমার সাইবার ইউনিটের উপর পূর্ণ আস্থা আছে, আস্থা আছে বাংলাদেশ আইনের উপর। আইন সবার জন্য সমান।’

ফারিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমে কোন মামলা/অভিযোগ করা হয়েছে কিনা সেটি জানতে সানাইকে ফোন দেয়া হলে তিনি জানান, এখনো কোন অভিযোগ করা হয়নি। তবে আজ কালের মধ্যেই ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়