শিরোনাম
◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, হামলার শিকার চার সাংবাদিক

আহমেদ শামীম, সিলেট : সিলেটের মুরারিচাদ (এমসি) কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। এ উৎসব চলাকালীন সময় বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে বসা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় সেখানে থাকা সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের ফটো সাংবাদিক অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় ও সিলটিভির ক্যামেরা পার্সন কাওসার।

এ ব্যাপারে দৈনিক ভোরের কাগজের ফটো সাংবাদিক অস্মিত অভি বলেন, "এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। পরে দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।"

এ ব্যাপারে দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, "ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেছে। হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সকলের উপস্থিতে পরে তা আর ছিনিয়ে নেয়া সম্ভব হয়নি।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, "আমর ঘটনাস্থলে আছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যাপারটি আমরা গুরুত্বের সাথে দেখছি।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়