শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় লাইন ফেটে রাজধানীসহ আশে-পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, চলছে মেরামতের কাজ

স্বপ্না চক্রবর্তী : সাভারের আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইন ফেটে গিয়ে রাজধানীসহ এর আশে পাশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, এলিফেন রোড,  মগবাজার, শ্যামলি, রিংরোড, আগারগাঁও, কাকরাইল, কাঁঠালবাগান, কলাবাগানসহ আশুলিয়া ও সাভারের প্রায় সব জায়গায় শনিবার ভোর থেকে গ্যাস সংযোগ পাওয়া যায় নি। ভোর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় কারখানাগুলোতেও উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার দিনগত রাত ১২টার পর কোনও এক সময় আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) একটি সঞ্চালন লাইনের মধ্যে অবস্থিত গ্যাসকেট (লাইনের ভেতরের কিছু অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ গ্যাসকেট দিয়ে জোড়া দেওয়া হয়) ফেটে গেছে। এতে আশেপাশের এলাকায় বিশেষ করে এই লাইন দিয়ে যেসব এলাকায় গ্যাস সরবরাহ করা হয় সেসব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামতের জায়গা নির্ধারণ করে সকাল ৮টার দিকে মেরামত কাজ শুরু করা করেছে।

তিনি বলেন, রাতে এই ঘটনা ঘটায় দুর্ঘটনার জায়গা নির্ধারণ সময় লেগেছে। সকাল থেকে জিটিসিএল মেরামতের কাজ শুরু করেছে। তারা জানিয়েছে ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে আশা করছি দিনের মধ্যেই কাজ শেষ করতে পারবে। এতে করে আজকে সারাদিনের মধ্যে রাজধানীবাসীর গ্যাস পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, লাইন ফাটার ঘটনায় মিরপুর, ধানমন্ডি, গাবতলি, সাভার, আশুলিয়াসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ কমে যায়। তবে সকালে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে।

এছাড়া জিটিসিএলও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আশুলিয়া ও আমিনবাজার এলাকায় সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস গ্যাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে হঠাৎ করেই গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পরে রাজধানীর বিভিন্ন এলাকার অফিসগামী সাধারণ মানুষ। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সকালে ওঠে পরিবারের জন্য নাস্তা তৈরি করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই। এদিকে বন্ধের দিন হওয়ায় দুপুরে কিছু মেহমানও দাওয়াত দিয়েছিলাম। এখন কি করবো কিছুই মাথায় আসছে না।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সকাল থেকে সাভার-আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলোর উৎপাদনকাজ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সারা দিন যদি গ্যাস সরবরাহ বন্ধ থাকে এক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়