সুমন পাইক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য ও চিকিৎসক নেতা প্রয়াত ডা. জাকারিয়া স্বপনের নামে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের নামকরণ করার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার বিএসএমএমইউ অডিটরিয়ামে তার প্রথম মৃত্যু বার্ষীকি উপলক্ষ্যে আয়োজিতো স্মরণ সভায় এই দাবি জানানো হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
আলোচকরা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বছর আগে অকাল প্রয়াত ডা. জাকারিয়া স্বপনের কর্মের স্মৃতিচারণ করেন। চিকিৎসক ও নেতা হিসেবে রোগীদের পাশে থেকে মানবিক দ্বায়িত্ব পালন করতেন ডা. স্বপন। অসুস্থ হওয়ার পরে নিশ্চিত মৃত্যু জেনেও কখোনো মানসিক ভাবে ভেঙ্গে পরেনি তার কাজ যথাযথ ভাবে পালন কওে গেছেন।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিবের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ, বিএমএ‘র মহাসচিব ডা. কামরুল হাসান মিলন প্রমুখ।