তরিকুল ইসলাম : ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার প্রত্যাশা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেই। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
মাইকেল আর পম্পেই মোমেনকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো শক্তিশালী হবে। এছাড়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দেওয়ায় সরকার ও জনগণের প্রশংশা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।