শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম বললেন, বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে

রুহুল আমিন : ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের এলোপাতাড়ি গুলির ঘটনা যখন ঘটে তখন আমি ঢাকায়। এই ঘটনার কথা শুনেই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী একসঙ্গেই ছিলেন। তারা জানিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনায় যারা জড়িত ছিলো তাদের উপযুক্ত শাস্তিও দেয়া হবে। এছাড়াও নিহতের পরিবারকে ক্ষতি পূরণসহ তাদের পরিবারের লোক সংখ্যা ধরে চাকরির ব্যবস্থাও যেন করা হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো। আমি এই তিনটি পরিবারের পক্ষ থেকে কমপক্ষে তিনজনের চাকরির ব্যবস্থা নিশ্চিত করবো।

বৃহস্পতিবার সময় টিভিকে তিনি আরো বলেন, অতি উৎসাহী হয়ে গ্রামবাসীর ওপর যে অত্যাচার ও হামলা করা হয়েছে, আমি এ ঘটনার প্রতিবাদ করছি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে আমি যা ব্যবস্থা নেয়া দরকার, সব ধরনের ব্যবস্থা নেবো। এর ন্যায্য বিচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়