শিরোনাম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরতে চায় আইএসে যোগ দিতে যাওয়া ব্রিটিশ কিশোরী

আব্দুর রাজ্জাক : দেশে ফিরতে চায় ৩ বছর আগে ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্রিটিশ কিশোরী। সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটিটি হাত ছাড়া হওয়ার পরই শামিমা বেগম শরণার্থী শিবিরে আশ্রয় নেয় বলে জানা গেছে। গার্ডিয়ান, ডেইলি মেইল, টাইম

১৯ বছর বয়সী শামিমা ২০১৫ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় যায়। সেখানে সে আইএস সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কও স্থাপন করে এবং এখন ৯ মাসের গর্ভবর্তী বলে সে দাবি করেছে।

সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটিগুলো হাত ছাড়া হওয়ার পর বাঘুজ জেলা ছাড়েন শামিমা। এর আগে তার আরো দুটি সন্তান যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে বলে সে জানিয়েছে।

‘আমি আর যুদ্ধক্ষেত্রে স্বক্রিয় থাকতে পারছিলাম না। সেখানকার ভয়াবহ পরিস্থতি ও কঠোরতা আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু আমাকে তখনও যুদ্ধ করতে হতো কারণ আমি আগত সন্তানও আগের সন্তানগুলোর মত মরতে দিতে পারি না। তবে এখন আমি অবশ্যই দেশে ফিরতে চাই।’ পূর্বাঞ্চলীয় সিরিয়ার আল-হৌল শরণার্থী শিবিরে টইমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এভাবেই বলছিলো শামিমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়