শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের লাশ হস্তান্তর, জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

সাইফুল ইসলাম : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় ৫টি গরু জব্দ করার জেরে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩জন নিহতের ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন । এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সকালে নিহতদের পরিবারকে লাশ দাফনের কাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক । ঘটনা তদন্তে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

অপরদিকে জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবির সদস্যদের মাঝে সংঘর্ষের হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিজিবির লেজার ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চোরাকারবারীরা পরিকল্পনা মূলক ভাবে জব্দকৃত গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের উপর চোরাকারবারিরা হামলা করলে নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি। বিজিবির ছোড়া গুলিতে ৩ চোরাকারবারি নিহত হয় ও ৫ জন বিজিবির সদস্য আহত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১ টায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিজিবির জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকাবাসী ও বিজিবি'র সংঘর্ষের সময় গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়। এসময় ৫ বিজিবির ৫ সদস্য আহত হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়