শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের লাশ হস্তান্তর, জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

সাইফুল ইসলাম : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় ৫টি গরু জব্দ করার জেরে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩জন নিহতের ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন । এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সকালে নিহতদের পরিবারকে লাশ দাফনের কাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক । ঘটনা তদন্তে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

অপরদিকে জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবির সদস্যদের মাঝে সংঘর্ষের হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিজিবির লেজার ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চোরাকারবারীরা পরিকল্পনা মূলক ভাবে জব্দকৃত গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের উপর চোরাকারবারিরা হামলা করলে নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি। বিজিবির ছোড়া গুলিতে ৩ চোরাকারবারি নিহত হয় ও ৫ জন বিজিবির সদস্য আহত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১ টায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিজিবির জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকাবাসী ও বিজিবি'র সংঘর্ষের সময় গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়। এসময় ৫ বিজিবির ৫ সদস্য আহত হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়