দুর্জয় চক্রবর্তী: আগামী জুলাইতে অনুষ্ঠিতব্য বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে সাম,নে রেখে নির্বাচন কমিশনকে বরখাস্ত করল আফগান সরকার। মঙ্গলবার একটি বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হলেও সিদ্ধান্তটি গ্রহণ করার পেছনেস কোন ব্যাখ্যা দাঁড় করানো হয়নি। তবে নতুন নির্বাচন কমিশনের প্রতিনিধি নির্বাচন করতে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক সপ্তাহ সময় দিয়েছে প্রেসিডেন্ট গণি। বিশৃঙ্খলাপূর্ণ সংসদ নির্বাচনের তিন মাসেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত গৃহীত হলো। এপি, ইয়ন
আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের কারনে প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম পদপ্রার্থী হিসেবে লড়বেন প্রেসিডেন্ট আশরাফ গণি।
উল্লেখ্য, তিন বছর দেরিতে গত বছর অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ব্যপক বিশৃঙ্খলার প্রমাণ পাওয়া যায়।