মাহফুজুর রহমান
১. দেখবেন, রিকশাওয়ালা আপনাকে কেয়ার করছে না, প্রায় উঠিয়ে দিচ্ছে আপনার শরীরে, আপনি সতর্ক হয়ে চলছেন। একটু ইচ্ছে করলে সে ব্রেক কষে বা এদিক-ওদিক নিয়ে আপনাকে বাঁচিয়ে দিতে পারতো, কিন্তু দেবে না।
২. তবে প্রাইভেট কারের ড্রাইভারদের কাছে সে টাইট, আপনার বেলায় রিকশার ব্রেক কষতে অসুবিধা হলেও প্রাইভেট কারের সামনে ঠিকই সে হিসাব করেই চলে।
৩. আবার যে প্রাইভেট কারের ড্রাইভার রিকশাকে কেয়ার করে না সে কিন্তু বাসের ড্রাইভারের কাছে ঠিকই টাইট হয়, বাস দেখলে এই প্রাইভেট কারের ড্রাইভার হিসাব করেই চলে, কিন্তু যে হিসাব সে রিকশাওয়ালাদের সাথে করতো না।
৩. আবার যে বাসের ড্রাইভার প্রাইভেট কারকে মোটেই হিসাব করে পথ চলত না সে কিন্তু ট্রাককে খুব সমীহ করে, তবে ট্রাক মামা কিন্তু কাউকে পরোয়া করে না।
৪. মোটর সাইকেল চালকেরাও শয়তান, তারা মানুষকে পরোয়া না করলেও অন্যান্য যানবাহনের কাছে ঠিকই শয়তানি ছুটে যায়।
শালার মানুষ (পাবলিক) শক্তির পূজারী ।